বুধবার, ২২শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশের সব ভূমি অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ *** ‘উপদেষ্টা পরিষদে শুদ্ধি অভিযান জরুরি’ *** বাস্তবায়নের নিশ্চয়তা পেলেই জুলাই সনদে স্বাক্ষর: নাহিদ *** শুক্র ও শনিবার বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম পুরোদমে চলবে *** সেন্ট মার্টিন নিয়ে ১২ নির্দেশনা সরকারের, প্রজ্ঞাপন জারি *** সেন্ট মার্টিনে পর্যটকদের রাতযাপন নিয়ে মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা *** ‘অবৈধ কর্মকাণ্ডে জড়িত উপদেষ্টাদের জেলে যেতে হতে পারে’ *** ‘আই লাভ মুহাম্মদ’ বলায় ভারতে মুসলিমদের সঙ্গে যা ঘটছে *** বিতর্কিত উপদেষ্টাদের নির্বাচনের আগে সরে যেতে হবে: আমীর খসরু *** বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি, নিরপেক্ষ ভূমিকা চেয়েছে: আইন উপদেষ্টা

ইউটিউবে ভাগ বসাতে চলেছেন ইলন মাস্ক!

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫৭ অপরাহ্ন, ১২ই মার্চ ২০২৪

#

ছবি : সংগৃহীত

গুগলের ইউটিউবকে টেক্কা দিতে মাঠে নেমেছেন টুইটার তথা এক্স-এর কণর্ধার ইলন মাস্ক। যিনি পৃথিবীর শীর্ষ ধনীর খেতাব পেয়েছেন। যার দখলে স্পেস এক্স ও টেসলার মতো বড় বড় প্রতিষ্ঠান। এবার ইউটিউবে ভাগ বসাতে চলেছেন তিনি। 

স্মার্ট টিভিতে এক্স অ্যাপ আনছেন ইলন মাস্ক

শখ করে বাড়িতে স্মার্ট টিভি এনেছেন? এবার তাতে জম্পেশ বিনোদন পাওয়ার জন্য তৈরি থাকুন। ইলন মাস্কের ভাবনায় নতুন পরিকল্পনা। স্মার্ট টিভির জন্য এক্স অ্যাপ লঞ্চ করা হবে। যা টেক্কা দেবে ইউটিউবকে। বর্তমানে সব স্মার্ট টিভিতে ইউটিউব ব্যবহার করা যায়। আর সেখানে নতুন বিকল্প হিসাবে যোগ দিতে চলেছে এক্স অ্যাপ।

২০২২ সালে টুইটার কেনার পর তার নাম বদলে দেন ইলন মাস্ক। গত বছর এটির নতুন নাম রাখা হয় এক্স। সম্প্রতি নতুন মনিটাইজেশন পলিসিও চালু হয়েছে এক্স-এ। বিশ্বের নানা খুঁটিনাটি খবর, ভাইরাল ভিডিও, বিনোদন, খেলাসহ একাধিক কন্টেন্ট রয়েছে এখানে। সেই সব ভিডিও বড় স্ক্রিনে যাতে আপনি দেখতে পান তার জন্য স্মার্ট টিভিগুলোতে এক্স অ্যাপ লঞ্চ করতে চলেছেন ইলন মাস্ক।

প্রথমে স্যামসাং এবং অ্যামাজন স্মার্ট টিভিগুলোতে লঞ্চ হবে এই এক্স অ্যাপ। তারপর অন্যান্য টিভিতে পাওয়া যাবে পরিষেবা। বড় স্ক্রিনে এক্স অ্যাপের ভিডিও দেখার জন্য উৎসাহিত করতে পারেন ইলন মাস্ক। 

আরো পড়ুন : ‘শীঘ্রই ইউনিয়ন পর্যায়ে এক লাখ ইন্টারনেট সংযোগ দেওয়া হবে’

টেক বিশেষজ্ঞদের মতে, স্মার্ট টিভিতে ইউটিউবের পাশাপাশি এই অ্যাপ থাকলে অনেকেই সেটা দেখা শুরু করবেন। যার ফলে ইউটিউবের ভিওয়ারশিপ প্রভাবিত হতে পারে।

ইউটিউব ছাড়াও আরও একাধিক অনলাইন প্ল্যাটফর্মকে চ্যালেঞ্জর মুখে ফেলতে পারেন ইলন মাস্ক। যেমন লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্ম টুইচ, মেসেজিং অ্যাপ সিগন্যাল এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রেডিট। যদিও এ বিষয়ে এখনও কিছু খোলসা করেননি টেসলা প্রধান। তবে একাধিক বিদেশি টেক সংবাদমাধ্যমগুলিতে এই খবর প্রকাশিত হয়েছে।

গুগল সার্চ যেমন বিগত কয়েক বছর ধরে সার্চ ইন্ডাস্ট্রির মুখ্য ভূমিকা পালন করে এসেছে, তেমনই ভিডিও স্ট্রিমিংয়ের ক্ষেত্রে ইউটিউবের আধিপত্য সবথেকে বেশি। স্মার্টফোন হোক অথবা স্মার্ট টিভি সবেতেই রয়েছে ইউটিউবের উপস্থিতি। আর সেখানেই টেক্কা দিতে চান এলন মাস্ক। বড় পদক্ষেপ নিতে চলেছেন তিনি।

এতদিন মোবাইল বা ডেস্কটপে ব্যবহার করে এসেছেন এক্স (পূর্ব নাম টুইটার)। সেই প্ল্যাটফর্ম এবার বাড়ির স্মার্ট টিভিতে অ্যাক্সেস করা গেলে একটি বড় চমক হবে তা বলার অপেক্ষা রাখে না। এর ফলে সাধারণ মানুষের মধ্যে এক্স অ্যাপের জনপ্রিয়তা বাড়তে পারে বলে মনে করছেন অনেকে। তবে এলন মাস্কের এই পরিকল্পনা আগামীদিনে আদৌ সফল হবে কিনা সেটাই এখন দেখার।

এস/ আই. কে. জে/ 


ইলন মাস্ক ইউটিউব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250