বৃহস্পতিবার, ৩রা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৯শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আইনের মাধ্যমে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনে একমত রাজনৈতিক দলগুলো *** এক মিনিট ইন্টারনেট বন্ধের পরিকল্পনা অবশেষে বাদ *** আবার আলোচনায় মুরাদনগর, এবার মা-ছেলেসহ ৩ জনকে... *** আশুরা উপলক্ষে রাজধানীতে কঠোর নিরাপত্তা, কোনো ঝুঁকি নেই: ডিএমপি *** বিচার বিভাগের বিকেন্দ্রীকরণসহ তিনটি এজেন্ডা নিয়ে আলোচনায় ঐকমত্য কমিশন *** বেশি সন্তান নারীর মানসিক স্বাস্থ্যের জন্য ভালো: গবেষণা *** ভারতে আবার বন্ধ পাকিস্তানিদের ইউটিউব চ্যানেল *** জুনে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি, জুলাইয়ে কতটা হবে *** আমেরিকার সঙ্গে ১০ বছর মেয়াদি প্রতিরক্ষা চুক্তিতে যাচ্ছে ভারত: পেন্টাগন *** সংখ্যানুপাতিক পদ্ধতি জাতীয় সংসদ ছাড়া কেউ করতে পারবে না: আমীর খসরু

সিনেমার প্রচারে প্রেক্ষাগৃহে তারকারা

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৪৩ অপরাহ্ন, ১১ই জুন ২০২৫

#

‘তান্ডব’ সিনেমায় শাকিব খান। ছবি: সংগৃহীত

মুক্তির আগে ঈদের সিনেমার প্রচার নিয়ে ছিল অনেক প্রশ্ন। অনেকটা প্রচারহীনতার মধ্য দিয়ে এবার ঈদে মুক্তি পেয়েছে ছয়টি সিনেমা। তবে মুক্তির পর সিনেমা হলে দর্শক টানতে উঠেপড়ে লেগেছেন অভিনয়শিল্পীরা। 

ঈদের দিন থেকে প্রতিদিন বিভিন্ন প্রেক্ষাগৃহে ছুটে বেড়াচ্ছেন, দর্শকদের সঙ্গে সিনেমা দেখছেন, কথা বলছেন নানা বিষয় নিয়ে। এ ছাড়া এবার ঈদের সিনেমায় যোগ হয়েছে তারকাদের ক্যামিও। অল্প সময়ের পর্দায় উপস্থিতি হলেও আলোচনার কেন্দ্রে চলে এসেছে সিনেমার অতিথি চরিত্রগুলো।

ঈদের দিন থেকে প্রেক্ষাগৃহে ছয়টি সিনেমার প্রদর্শনী হচ্ছে। সেগুলো হলো—‘তান্ডব’, ‘ইনসাফ’, ‘টগর’, ‘উৎসব’, ‘নীলচক্র’ ও ‘এশা মার্ডার: কর্মফল’। প্রতিবারের মতো এবারের ঈদেও হলগুলোতে দেখা যাচ্ছে দর্শকদের উপচে পড়া ভিড়। 

নিজেদের সিনেমায় দর্শক টানতে মুক্তির প্রথমদিন থেকে দৌড়ঝাঁপ করছেন শাকিব খানসহ অন্য তারকারা। ঈদের দিন তান্ডব সিনেমার প্রচারে গিয়ে অভিনেত্রী সাবিলা নূর জানান, মুক্তির আগে নার্ভাস থাকলেও দর্শকদের ভালোবাসায় সেটা দূর হয়েছে।

জয়া আহসান বলেন, ‘সিনেপ্লেক্সের ভেতরেও দর্শক যেভাবে শিস বাজাচ্ছে, হাততালি দিচ্ছে, সেটাই বলে দেয়—তান্ডব মানুষের কতটা ভালোবাসা পাচ্ছে।’ ঈদের দ্বিতীয় দিন দর্শকদের সঙ্গে জয়া উপভোগ করেছেন উৎসব। এ সময় তার সঙ্গে ছিলেন উৎসবের অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরী, অপি করিম, সাদিয়া আয়মান ও সৌম্য জ্যোতিরা।

নিজের প্রথম বানিজ্যিক সিনেমা ইনসাফের প্রচারে হলে হলে ঘুরে দর্শকদের প্রতিক্রিয়া জানার চেষ্টা করছেন তাসনিয়া ফারিণ। তার সঙ্গে দেখা গেছে শরিফুল রাজসহ নির্মাতা ও প্রযোজককে।

এশা মার্ডার নিয়ে প্রতিদিন রাজধানীর বিভিন্ন হলে যাচ্ছেন আজমেরী হক বাঁধন। প্রথম দুইদিনের তুলনায় তৃতীয় দিন দর্শকের সংখ্যা বেশি থাকায় দারুণ খুশি এ অভিনেত্রী।

বাঁধনের মতো মন্দিরা চক্রবর্তীও তার অভিনীত নীলচক্র নিয়ে প্রতিদিন হাজির হচ্ছেন বিভিন্ন হলে। কথা বলছেন দর্শকদের সঙ্গে। এ ছাড়া টগর সিনেমার দুই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা আদর আজাদ ও পূজা চেরি সিনেমার প্রচারে হলে হলে ব্যস্ত সময় পার করছেন।

এইচ.এস/

ঈদের সিনেমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন