শুক্রবার, ১৩ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

জন্মাষ্টমীর ব্যয় কমিয়ে বন্যা দুর্গতদের ত্রাণ সামগ্রী দেবে পূজা উদযাপন পরিষদ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৩৪ অপরাহ্ন, ২৩শে আগস্ট ২০২৪

#

সারা দেশে বন্যাপরিস্থিতির কারণে এ বছর ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি জন্মাষ্টমী আয়োজনের ব্যয় সংকোচন করে বন্যা দুর্গতদের জন্য ত্রাণ ও অন্যান্য সহযোগিতার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা।

শুক্রবার (২৩শে আগস্ট) বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা উদযাপন কমিটি ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি জন্মাষ্টমী উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

সভায় লিখিত বক্তব্যে সন্তোষ শর্মা বলেন, বাংলাদেশ স্মরণকালের ইতিহাসে এক অসাধারণ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে বিজয়ের এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। ছাত্র জনতাকে আমরা অভিবাদন। একই সঙ্গে যারা এই আন্দোলনে প্রাণ দিয়েছেন, তাদের আত্মার সদগতি কামনা করি। আর যারা আহত হয়ে চিকিৎসাধীন আছেন তাদের আশু আরোগ্য কামনা করছি। আমরা বিশ্বাস করি, বিজয়ের এই নতুন অধ্যায় সর্বস্তরে বিরাজমান বৈষম্যের অবসান ঘটিয়ে এক নতুন বাংলাদেশের অভ্যুদয় ঘটাবে। এছাড়া ৫ আগস্টের পূর্বাপর ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের যারা নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রতি জানাই গভীর সমবেদনা। এবার এক ভিন্ন প্রেক্ষাপটে জন্মাষ্টমী উদযাপিত হচ্ছে।

তিনি বলেন, প্রশাসনের অনুপস্থিতিতে এই-জনতার বিজয়কে কালিমালিপ্ত করতে সাম্প্রদায়িক অপশক্তি তৎপর হয়ে ওঠে এবং ধর্মীয় সংখ্যালঘু বিশেষ করে হিন্দু সম্প্রদায় এক অনাকাঙ্খিত পরিস্থিতির মুখোমুখি হয়। তাদের বাড়িঘর, মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠান, বাণিজ্যিক প্রতিষ্ঠানে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। নির্যাতিত হন মহিলারা। অন্তত ৫২ টি জেলায় এই হামলার ঘটনা ঘটে। তারই স্বতঃস্ফূর্ত প্রতিবাদ হয় শাহবাগে। আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করেছি, এই পরিস্থিতিতে অনেক রাজনৈতিক দল ও সংগঠনের নেতৃবৃন্দ আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, আমাদের আশ্বস্ত করেছেন। শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির রক্ষায় স্বতঃস্ফুর্তভাবে পাহারা দিয়েছেন। আমাদের পাশে যারা এসে দাঁড়িয়েছেন তাদের মধ্যে আছেন বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, সিপিবি নেতৃবৃন্দ এবং বৈষম্যরিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। এবার আমরা এক অবিশ্বরণীয় বিষয় প্রত্যক্ষ করেছি। রাজনৈতিক পরিবর্তনের পর প্রশাসনের অনুপস্থিতিতে রাজধানী ঢাকার শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরসহ সারা দেশে মন্দির ও সংখ্যালঘুদের বাড়ি-ঘর ও বাণিজ্যিক প্রতিষ্ঠান রক্ষায় স্বতঃস্ফুর্তভাবে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতাকর্মীরা এগিয়ে এসেছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।

ওআ/

বন্যা

খবরটি শেয়ার করুন