বুধবার, ৮ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সেফ এক্সিটের তালিকার শীর্ষে কোন উপদেষ্টারা’ *** শহিদুল আলমের প্রতি সহমর্মিতা প্রেস সচিব শফিকুল আলমের *** উপদেষ্টাদের মধ্যে কারা সেফ এক্সিট নিতে চায়, সেটি নাহিদ ইসলামকেই পরিষ্কার করতে হবে: রিজওয়ানা হাসান *** পুলিশের ওপর হামলার ঘটনা কিছুটা কমেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা *** শহিদুল আলমকে ‘অপহরণ’ করেছে দখলদার ইসরায়েল *** ‘ফ্রি শহিদুল আলম’, মির্জা ফখরুলের পোস্ট *** বেবি পাউডারে ক্যানসারের উপাদান, জনসন অ্যান্ড জনসনকে ৯৬ কোটি ডলার জরিমানা *** ফিলিস্তিনি শরণার্থীর বিজ্ঞানে নোবেল জয়, রসায়নে দ্বিতীয় মুসলিম *** এলডিসি ইস্যুতে দাসত্ব নয়, স্বনির্ভর হওয়ার তাগিদ প্রধান উপদেষ্টার *** আমেরিকায় বিরল খনিজ পাঠাল পাকিস্তান

আজ রাশমিকা মান্দানার ২৯তম জন্মদিন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪০ অপরাহ্ন, ৫ই এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

জনপ্রিয় দক্ষিণি অভিনেত্রী রাশমিকা মান্দানার জন্মদিন আজ (৫ই এপ্রিল)। ভারতের ‘জাতীয় ক্রাশ’ খ্যাত এ অভিনেত্রী ১৯৯৬ সালের এই দিনে ভারতের কর্ণাটকে জন্মগ্রহণ করেন। ২০১৬ সালে কন্নড় ভাষার ‘কিরিক পার্টি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক ঘটে। তারপর ‘গীতা গোবিন্দম’, ‘ডিয়ার কমরেড’, ‘মিশন মজনু’, ‘পুষ্পা’, ‘সীতা রমম’, ‘ভারিসু’সহ আরও বেশ কিছু সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে এ অভিনেত্রী।

জন্মদিনে তিনি নিজেকে নিয়ে প্রচণ্ড খুশি। এ প্রসঙ্গে সামাজিক মাধ্যম ফেসবুকে রাশমিকা বলেন, ‘এটি আমার জন্মদিনের মাস, আমি খুব উত্তেজিত। আমি সব সময় শুনেছি, বয়স যত বাড়ে, জন্মদিন উদযাপনে তত আগ্রহ হারিয়ে ফেলে মানুষ। আমার ক্ষেত্রে ব্যাপারটা উল্টো।’

তিনি আরও বলেন, ‘বয়স যত বাড়ে, জন্মদিন উদযাপনে তত বেশি উতলা হয়ে উঠছি। বিশ্বাস হচ্ছে না যে, আমি এরই মধ্যে ২৯ বছরে পা দিয়েছি। আমি আরও একটা বছর সুস্থ, সুখী এবং নিরাপদে কাটিয়ে দিলাম! উদযাপনের জন্য যথেষ্ট কারণটা!’

শিক্ষাজীবনে রাশমিকা মান্দানার রয়েছে তিনটি স্নাতক ডিগ্রি। তিনি মনোবিজ্ঞান, সাংবাদিকতা ও ইংরেজি সাহিত্যের ওপর স্নাতক ডিগ্রি সম্পন্ন করেছেন।

রাশমিকার প্রথম সিনেমা ‘কিরিক পার্টি’র নায়ক রক্ষিত শেঠির সঙ্গে বাগদান হয়েছিল এ অভিনেত্রীর। পরে ২০১৮ সালে তারা আলাদা হয়ে যান।

রাশমিকা মান্দানার পছন্দের অভিনেতারা হলেন রজনীকান্ত, রণবীর সিং ও শাহরুখ খান। এ ছাড়া হলিউডের এমা ওয়াটসনও তার পছন্দের। শাকিরা ও জাস্টিন বিবারের গান শুনতে ভালোবাসেন এ অভিনেত্রী। এ ছাড়া রাশমিকা কোরীয় জনপ্রিয় ব্যান্ড বিটিএসের ভক্ত।

ভ্রমণ করতে ভালোবাসেন এ অভিনেত্রী। তার সবচেয়ে পছন্দের জায়গা লন্ডন। রাশমিকা মান্দানা ভোজনরসিক মানুষ। এ অভিনেত্রীর সবচেয়ে প্রিয় খাবার চালের রুটি।

গত বছর ইন্টারনেটে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি খোঁজা হয় রাশমিকাকে। এর পাশাপাশি এবার বেঙ্গালুরু টাইমসের জরিপে ‘সবচেয়ে কাঙ্ক্ষিত নারী’র তকমাও পেয়েছেন তিনি। জানা গেছে, প্রতিটি সিনেমার জন্য রাশমিকা পারিশ্রমিক নেন চার থেকে ছয় কোটি রুপি।

এ ছাড়া রাশমিকা প্রাণীদের খুব ভালোবাসেন। তার বাড়িতে রয়েছে অনেক কুকুরছানা। তিনি তার পোষা প্রাণীর সঙ্গে অবসর কাটান।

আরএইচ/


রাশমিকা মান্দানা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250