শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

দাদির চিকিৎসায় মেলেনি অ্যাম্বুলেন্স, তাই অ্যাম্বুলেন্স উপহার দিলেন ব্যবসায়ী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৭ পূর্বাহ্ন, ১৪ই এপ্রিল ২০২৪

#

ছবি (সংগৃহীত)

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি নতুন অ্যাম্বুলেন্স উপহার দিয়েছেন শফিউল আলম জনি নামের এক ব্যবসায়ী। দাদির অসুস্থতার সময় অ্যাম্বুলেন্স না পেয়ে হতাশ হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেকে এই উপহার তুলে দেন।

শনিবার (১৩ই এপ্রিল) বিকেলে এই উপহার দেন তিনি। উপহার তুলে দেয়ার সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল উপজেলা) আসনের সংসদ সদস্য মো. মুজিবুল হক চুন্নু।

আরো পড়ুন: শ্রীমঙ্গলে হাঁস ও হাঁসের ঘর পেলেন দরিদ্ররা

করিমগঞ্জ পৌরসভার মেয়র মুসলেহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. রিয়াদ শাহেদ রনি, সমাজসেবক রফিকুর রহমান রফিক, ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন, মোশাররফ হোসেনসহ আরও অনেকে।

শফিউল আলম জনি গণমাধ্যমকে বলেন, কয়েক মাস আগে আমার দাদি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়ার জন্য সময়মতো অ্যাম্বুলেন্স পাওয়া যায়নি। সেই চিন্তা থেকে অসহায় গরীব মানুষের জন্য এই ফ্রি অ্যাম্বুলেন্সটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দিয়েছি। আশা করি অ্যাম্বুলেন্সটির মাধ্যমে উপজেলার অসহায় মানুষ উপকৃত হবেন।

ব্যবসায়ী শফিউল আলম জনি করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের হাইধনখালী গ্রামের ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিনের ছেলে।তিনি পাটজাত পণ্য উৎপাদনকারী ও রপ্তানিকারক। 

এইচআ/  আই.কে.জে


ব্যবসায়ী অ্যাম্বুলেন্স উপহার করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

খবরটি শেয়ার করুন