জুলাইয়ে আবার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ–পাকিস্তান। ছবি: এএফপি
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন আছে শ্রীলঙ্কায়। এ সফরের পর পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে লিটন দাসের দল। আজ বুধবার (২৫শে জুন) সেই সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সব ম্যাচই রাখা হয়েছে মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে।
পাকিস্তান ক্রিকেট দল ঢাকায় আসবে ১৬ই জুলাই। সিরিজ শুরু হবে ২০শে জুলাই প্রথম টি-টোয়েন্টি দিয়ে। পরের দুটি টি-টোয়েন্টি যথাক্রমে ২২শে ও ২৪শে জুলাই। সব ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।
বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টিতে সর্বশেষ মুখোমুখি হয়েছে মে–জুন মাসে। পাকিস্তান সফরে গিয়ে বাংলাদেশ দলের পাঁচ টি-টোয়েন্টি খেলার কথা থাকলেও পরে ভারত-পাকিস্তান সংঘাতের জেরে তা কমে তিন ম্যাচের সিরিজে পরিণত হয়।
সিরিজে সালমান আগার দলের কাছে সিরিজের সব ম্যাচেই হেরে যায় লিটন দাসের দল। এবার ঢাকায় হতে যাওয়া তিন টি-টোয়েন্টির সিরিজটি অবশ্য ভবিষ্যৎ সফর সূচির (এফটিপি) অন্তর্ভুক্ত নয়। বিসিবির অনুরোধে সাড়া দিয়ে বাংলাদেশ দল পাঠাচ্ছে পিসিবি।