রবিবার, ৯ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ১৫ জেলায় নতুন ডিসি *** জাহানারার যৌন হয়রানির অভিযোগ: তিন সদস্যের তদন্ত কমিটি গঠন *** খালেদ মুহিউদ্দীনের ইংরেজি জ্ঞান নিয়ে উদ্বেগ কেন? *** প্রধান উপদেষ্টা আহ্বান জানালে আমরা যাব, অন্য দলকে দিয়ে আহ্বান কেন: সালাহউদ্দিন *** দেশের ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে ভারতের অবস্থান কী *** কারও দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয়: তারেক রহমান *** রাজশাহীর প্রশংসা উপদেষ্টা আসিফ নজরুলের, এড়িয়ে গেলেন নির্বাচন প্রসঙ্গ *** আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিতে হবে: শফিকুল আলম *** দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল: বাংলাদেশ ব্যাংক গভর্নর *** আওয়ামী লীগের প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টাচ্ছে আমেরিকা, ইউরোপ!

অনির্বাণের ব্যান্ড হুলিগানিজমকে কেন মাফ চাইতে বললেন রুদ্রনীল

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০৯ পূর্বাহ্ন, ৫ই সেপ্টেম্বর ২০২৫

#

টলিউডের তারকা অনির্বাণ ভট্টাচার্যের ব্যান্ড হুলিগানিজমের নতুন গান ঘিরে তোলপাড় নেট দুনিয়া। ‘নরেন্দ্র মোদির পেনশন-টেনশন’ থেকে শুরু করে ‘হিন্দু রাষ্ট্র’, ‘আচ্ছে দিন’ হয়ে সরাসরি বঙ্গ রাজনীতির ‘তিন ঘোষ’–সব মিলিয়ে তার রাজনৈতিক ব্যঙ্গাত্মক গানের ক্যামেরাবন্দী মুহূর্ত এখন নেটপাড়ায় ভাইরাল।

গান ঘিরে বিতর্ক যেমন জমেছে, তেমনি এসেছে প্রশংসাও। পশ্চিমবঙ্গের রাজনৈতিক দল তৃণমূল নেতা কুণাল ঘোষ ও বামনেতা শতরূপ ঘোষ খোলাখুলিই অনির্বাণের গানের ভূয়সী প্রশংসা করেছেন।

তবে ক্ষোভ উগরে দিয়েছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ! তিনি বিজেপি নেতাও। তার অভিযোগ, অনির্বাণ ভট্টাচার্য মঞ্চে দাঁড়িয়ে সনাতন ধর্মকে অপমান করেছেন। খবর সংবাদ প্রতিদিনের।

রুদ্রনীল একটি দীর্ঘ পোস্টে অনির্বাণকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘'বন্ধুবর অনির্বাণ ভট্টাচার্য, তীব্র প্রতিবাদ জানাচ্ছি আপনার এই অসচেতন, জ্ঞানহীন বক্তব্যের। আপনি মঞ্চে বললেন, ‘সনাতন এসে গেছে? আর সনাতনী? সনাতন মানে আমি সনাতন ধর্মের কথা বলছি। আসেনি তো এখনও? সনাতন ভারতে পৌঁছতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে, সবাই এগিয়ে যায়, আমরা পিছিয়ে যাব!’'

রুদ্রনীল লেখেন, "ভাই, অনির্বাণ পৃথিবীর চূড়ান্ত মুর্খ ব্যক্তিও জানেন, সনাতন ধর্ম পৃথিবীর আদিতম ধর্ম বা জীবনচর্যা। তারপর বাকি ধর্মগুলোর জন্ম। আর আপনি বললেন, ‘সনাতন ভারতে পৌঁছতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে!’ আপনি সজ্ঞানে বললেন এই কথা?"

এখানেই থামেননি তিনি। আরও যোগ করেছেন, "অন্য কোনো ধর্ম সম্পর্কে এ ধরনের উক্তি করলে তারা এতক্ষণে আপনাকে কোন স্থানে রাখতেন নিশ্চয়ই জানেন! সবাই জানে, আপনার কাজ কেড়ে নেওয়া হয়েছে, তাই গান গেয়ে পেটের ভাত জোগাড় করতে হচ্ছে। দুর্ভাগ্যজনক! কিন্তু যে ‘হুলিগানরা’ আপনার পেটের ভাত কাড়ল, তা নিয়ে বা আরজিকর ডাক্তার-হত্যা নিয়ে বা শিক্ষক পেটানো বা শিক্ষা-দুর্নীতি নিয়ে আপনার মুখে কুলুপ!"

রুদ্রনীল ঘোষ লেখেন, ‘ভাই অনির্বাণ, যদি সত্যই নিজের অজ্ঞানতা থেকে এই বক্তব্য রেখে থাকেন তাহলে জানান। সমস্ত সনাতনী আপনাকে ক্ষমা করবেন ও ভবিষ্যতে এই ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য না করার অনুরোধ করবেন। আর যদি সজ্ঞানে এই ধরনের মন্তব্য করে থাকেন, তাহলে ক্ষমা চেয়ে নিন।’

রুদ্রনীলের এমন কড়া প্রতিক্রিয়ার পর নেটিজেনদের একাংশ আবার খোঁচা দিতে ছাড়েননি, ‘মঞ্চে তিন ঘোষের নামে আপনার নাম নেননি বলে গোঁসা হয়েছেন নাকি?’ যদিও অনির্বাণ ভট্টাচার্য আপাতত চুপ রয়েছেন এই বিতর্কে।

জে.এস/

অনির্বাণ ভট্টাচার্য

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250