শনিবার, ২৩শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

গুজব বন্ধে নতুন ফিচার এনেছে ইউটিউব!

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৪ অপরাহ্ন, ১২ই আগস্ট ২০২৪

#

ছবি : সংগৃহীত

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইউটিউব। গুগলের পর বিশ্বের দ্বিতীয় জনপ্রিয় অনলাইন সার্চ ইঞ্জিন এটি। যেখানে সবাই ভিডিওর মাধ্যমে নিজেদের সমস্যার সমাধান পেয়ে থাকেন। প্রতিষ্ঠানটি ব্যবহারকারীদের সুবিধায় একের পর এক নতুন ফিচার নিয়ে হাজির হচ্ছে। সেই ধারাবাহিকতায় এবার বিভ্রান্তিকর তথ্য বন্ধ করতে নতুন ফিচার এনেছে ইউটিউব।

নতুন এই ফিচারটি এক্স প্ল্যাটফর্মের কমিউনিটি নোটস ফিচারের মতো কাজ করবে। প্রাথমিক পর্যায়ে পরীক্ষামূলকভাবে ব্যবহার করে দেখার জন্য ইউটিউব ব্যবহারকারীদের ইমেইল পাঠাচ্ছে। এর মাধ্যমে ভুয়া বা বিভ্রান্তিকর তথ্য দূর করবে। যদি কখনো কোনো ভিডিও দেখার সময় সেটি ভুল কিংবা বিভ্রান্তিকর মনে হয়, তাহলে ইউটিউব ভিডিওর নিচে একটি নোট লেখা যাবে। সেখানে ভিডিওটি বিভ্রান্তিকর মনে হওয়ার কারণও লিখতে পারবেন। এমনকি এর কোনো অংশে ভুয়া তথ্য থাকলে সেই সময়ও উল্লেখ করা যাবে।

আরো পড়ুন : ফেসবুকে যেভাবে ফলো বাটন যুক্ত করবেন

মূলত চলতি বছরের জুনে ফিচারটি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছে ইউটিউব। নির্দিষ্ট ব্যবহারকারীদের জন্য ফিচারটি উন্মোচন করেছে। তবে এটি এখন আরো বেশি সংখ্যক ব্যবহারকারীর জন্য দেয়া হচ্ছে।

এ ছাড়া এসব নোটে তথ্যের উৎস উল্লেখ করার জন্য ব্যবহারকারীদের পরামর্শ দিয়েছে ইউটিউব। আর সেগুলো লেখার ভাষা যেন সহজবোধ্য হয় সেই বিষয়েও বলা হয়েছে।

উল্লেখ্য, বিভ্রান্তিকর তথ্য ঠেকাতে বেশি সংখ্যক ব্যবহারকারী যদি ভিউয়ারস নোটস ফিচারটির বিষয়ে ইতিবাচক মনোভাব রাখে তাহলে চূড়ান্তভাবে ইউটিউবে ফিচারটি যুক্ত করা হবে। এ ছাড়া নোটটি প্রকাশ পেলে ইউটিউব ব্যবহারকারীর কাছে একটি নোটিফিকেশন পাঠাবে।

এস/ আই.কে.জে/

ইউটিউব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন