শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:২৭ অপরাহ্ন, ৮ই এপ্রিল ২০২৪

#

ছবি- সংগৃহীত

নিজ নির্বাচনী এলাকার নেতাকর্মী ও জনসাধারণের সঙ্গে ঈদ করবেন এবার মন্ত্রিসভার বেশির ভাগ সদস্য। রাজধানীতে ঈদ করবেন খুব কম। আজ সোমবার ও আগামীকাল মঙ্গলবার বেশির ভাগ মন্ত্রী ও প্রতিমন্ত্রী নির্বাচনী এলাকায় যাবেন। তবে এলাকায় গেলেও তারা আসন্ন উপজেলা নির্বাচনের প্রচার-প্রচারণায় অংশ নিতে পারবেন না।

ঈদুল ফিতরের আগে আজ ও কাল সরকারি অফিস খোলা। এরই মধ্যে সবাই প্রস্তুতি নিচ্ছেন ঈদ উদযাপনের। খোঁজ নিয়ে জানা যায়, বেশির ভাগ মন্ত্রী এবার ঈদে নিজ এলাকায় যাচ্ছেন।

ঈদের পরই শুরু হচ্ছে উপজেলা পরিষদ নির্বাচন। ফলে ঈদকে কেন্দ্র করে এবার দলীয় নেতাকর্মীর পাশাপাশি সাধারণ ভোটারের কাছে যাচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। অনেকে ঈদের শুভেচ্ছা জানিয়ে টানিয়েছেন পোস্টার-ব্যানার। ফেসবুকে ভোটারদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন কেউ কেউ। সামর্থ্য অনুযায়ী সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছেন।

সংসদ নির্বাচনের পর প্রথম ঈদ এটি। তাই এলাকায় ছুটছেন এমপি-মন্ত্রীরা। গুরুত্ব দিচ্ছেন উপজেলা নির্বাচনকে। দলের হাইকমান্ডের নিষেধ থাকলেও পছন্দের প্রার্থীকে নানাভাবে সামনে রাখার চেষ্টা করছেন তারা। সব মিলিয়ে এবারের ঈদকে ভিন্ন মাত্রা দিয়েছে উপজেলা পরিষদ নির্বাচন। আগামী বুধ অথবা বৃহস্পতিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন হবে।

দলের নেতা ও মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপিরা কোথায় ঈদ করেন, তা নিয়ে রয়েছে মানুষের কৌতূহল। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা যথারীতি গণভবনে ঈদ উদযাপন করবেন। মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক নিজ এলাকা গাজীপুরের কালিয়াকৈরে ঈদের নামাজ আদায় ও ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঈদে থাকবেন ঢাকায়। পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী তার নির্বাচনী এলাকা ঢাকায় ঈদের নামাজ আদায় করবেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ঢাকায় নিজ নির্বাচনী এলাকা তেজগাঁওয়ে ঈদ করবেন। মনিপুরিপাড়ার মসজিদে ঈদের নামাজ আদায়ের কথা রয়েছে তার। পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ নির্বাচনী এলাকা চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঈদ করবেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম কুমিল্লার মনোহরগঞ্জে ঈদের নামাজ আদায় এবং শুভেচ্ছা বিনিময় করবেন। সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি ঈদে থাকছেন ঢাকায়। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ঈদে তার নির্বাচনী এলাকা নওগাঁর সাপাহারে থাকবেন। জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন মেহেরপুরে নিজ গ্রামে ঈদ করবেন। পরে যাবেন মুজিবনগর উপজেলায়।

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুর রহমান গ্রামের বাড়ি ফরিদপুরের মধুখালীতে ঈদের জামাত আদায় ও শুভেচ্ছা বিনিময় করবেন। পরে নির্বাচনী এলাকার অপর দুই উপজেলা আলফাডাঙ্গা ও বোয়ালমারীতে যাবেন তিনি। শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন তার নির্বাচনী এলাকা নরসিংদীর মনোহরদী-বেলাবতে ঈদের নামাজ আদায় ও শুভেচ্ছা বিনিময় করবেন। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল চট্টগ্রামের বাকলিয়া-কোতোয়ালিতে ঈদের নামাজ আদায় করবেন।

প্রতিমন্ত্রীদের মধ্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু তার এলাকা ঢাকার কেরানীগঞ্জে ঈদ করবেন। নৌপরিবহনমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ঈদ করবেন দিনাজপুরের বিরল-বোচাগঞ্জে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মুহিব্বুর রহমান মুহিব তার নির্বাচনী এলাকা পটুয়াখালীর রাঙ্গাবালী-কলাপাড়ায় ঈদের নামাজ আদায় ও শুভেচ্ছা বিনিময় করবেন। পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম বরিশাল সদরে ঈদের নামাজ আদায় করবেন।

এবার ১০ থেকে ১২ এপ্রিল তিন দিন ঈদুল ফিতরের ছুটি। যদিও বাস্তবে সরকারি চাকরিজীবীরা ছুটি ভোগ করবেন বেশি। কারণ, ১৩ এপ্রিল শনিবার সাপ্তাহিক ছুটি। তার পরদিন রোববার পহেলা বৈশাখের ছুটি। অর্থাৎ ঈদে টানা পাঁচ দিন ছুটি থাকছে।

আই.কে.জে/

ঈদ

খবরটি শেয়ার করুন