রবিবার, ৩১শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নেদারল্যান্ডসকে উড়িয়ে বাংলাদেশের শুরু *** ট্রাম্প মারা গেছেন—এক্সে অনেকেই কেন লিখছেন এই কথা *** ৪ শতাংশ সুদে আরও দুই বছর ঋণ পাবেন ভূমিহীন কৃষকেরা *** ভারত সফরের পরিকল্পনা বাতিল করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প *** সেই মেরুন টি-শার্ট পরা হামলাকারীর পরিচয় জানালেন প্রেস সচিব *** নুরের অবস্থা স্থিতিশীল, জানালেন ঢামেক হাসপাতালের পরিচালক *** আ.লীগ নিষিদ্ধ হতে পারলে জাপা কেন নয়: অ্যাটর্নি জেনারেল *** কোনো শক্তি ফেব্রুয়ারির প্রথমার্ধের নির্বাচন ঠেকাতে পারবে না: প্রেস সচিব *** ফেলিক্সের অভিষেক হ্যাটট্রিকে আল নাসরের উড়ন্ত জয়, রোনালদোর ইতিহাস *** টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, ২২ মাস পর একাদশে সাইফ

নোয়াখালী থেকে অপহৃত শিশু মুন্সিগঞ্জে উদ্ধার, গ্রেফতার ৩

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৬ অপরাহ্ন, ১৭ই নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

নোয়াখালীর চাটখিল থেকে অপহরণের শিকার শিশু মাহমুদ হাসানকে মুন্সিগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় তিন অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৬ই নভেম্বর) মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানা এলাকা থেকে শিশুটিকে উদ্ধার ও আসামিদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার তিনজন হলেন- মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার কাঁঠালতলী গ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে রোমন (২৫), একই গ্রামের আবদুল মন্নানের মেয়ে সোনিয়া আক্তার (১৯) ও চাঁদপুর জেলার কচুয়া থানার তেতৈয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মো. শাহরিয়া হাসান (২৫)।

এর আগে গত ১৩ই নভেম্বর চাটখিলের খিলপাড়া থেকে শিশুটিকে অপহরণ করা হয়।

আরও পড়ুন: আবারও বন্ধ আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল

অপহৃত শিশু হাসানের মা মুন্নি আক্তার বলেন, গত ১৩ তারিখ থেকে ছেলেকে খুঁজে পাচ্ছিলাম না। পরে মোবাইল ফোন করে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা আমাদের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ বিষয়ে শনিবার চাটখিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পর পুলিশ অভিযান চালিয়ে আমার ছেলেকে উদ্ধার করে। এ ঘটনায় অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

চাটখিল থানার ওসি মোহাম্মদ ফিরোজ উদ্দীন চৌধুরী গণমাধ্যমকে বলেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়। এতে ভুক্তভোগী শিশুকে অক্ষত উদ্ধার ও জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

এসি/ আই.কে.জে/

গ্রেফতার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন