ছবি: সংগৃহীত
রাজস্থানের কোটাতে মঞ্চে গান করছিলেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী সোনু নিগম। অনুষ্ঠান একেবারে হাউজফুল। একের পর এক গানে দর্শকদের মুগ্ধ করছিলেন এ জনপ্রিয় গায়ক। কিন্তু হঠাৎই ঘটে গেল এক অদ্ভুত কাণ্ড।
এ সংগীতশিল্পী যখন গান গাইতে ব্যস্ত, ঠিক তখনই এক মদ্যপ মঞ্চে হাজির। ধরতে চাইলেন সোনু নিগমের পা! আর তা বুঝতেই তখনই গাইতে গাইতে দৌড় দিলেন এ গায়ক। এরই মধ্যে নিরাপত্তারক্ষীরা সেই মদ্যপকে সরানোর চেষ্টা করেন। একপর্যায়ে গায়েও হাত তোলা হয় সেই নেশাখোরকে। কিন্তু এ সংগীতশিল্পী এক মুহূর্তের জন্যও গান থামাননি। বাধা এড়িয়ে গিয়ে গান চালিয়ে যান। ইতোমধ্যে সামাজিকমাধ্যমে সেই ভিডিও ভাইরাল হয়েছে।
আরও পড়ুন: তমা মির্জাকে নিয়ে ‘দাগী’ হয়ে ফিরছেন নিশো
ভিডিও দেখে নেটিজেনদের দাবি এ রকম অনুষ্ঠানে আরও নিরাপত্তা বাড়ানো উচিত। তা না হলে শিল্পীরা বিপদে পড়তে পারেন। অনেকে আবার বলছেন মদ্যপ ব্যক্তি সোনু নিগমের ফ্যান। ব্যক্তিকে এভাবে না মারলেও চলত। তবে এ ঘটনা নিয়ে এখনও মুখ খোলেননি সোনু।
এসি/ আই.কে.জে/