শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

ভারত-মালদ্বীপ সফরে ডোনাল্ড লু, যেসব বিষয়ে হবে আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১০ অপরাহ্ন, ২৭শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

দক্ষিণ এশিয়ার দুই দেশ ভারত ও মালদ্বীপ সফরে এসেছেন আমেরিকার পররাষ্ট্র দপ্তরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। 

শুক্রবার (২৬শে জানুয়ারি) তার সফর শুরু হয়েছে। স্টেট ডিপার্টমেন্টের এই অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির দক্ষিণ এশিয়া সফরে প্রথম গন্তব্য ভারত। ভারত সফর শেষে তিনি যাবেন দ্বীপ দেশ মালদ্বীপে। 

স্টেট ডিপার্টমেন্টের এক বিবৃতিতে বলা হয়েছে, স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু ২৬শে জানুয়ারি থেকে ৩১শে জানুয়ারি পর্যন্ত ভারত ও মালদ্বীপ সফর করবেন। এই দুই দেশের সঙ্গেই ডোনাল্ড লু মার্কিন আমেরিকা সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার বিষয় নিয়ে কথা বলবেন। 

স্টেট ডিপার্টমেন্টের বিবৃতিতে বলা হয়েছে, ভারতে সফরকালে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি লু নয়া দিল্লিতে ভারত-যুক্তরাষ্ট্র ফোরামের বৈঠকে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। যুক্তরাষ্ট্রের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব স্টেট ফর এনার্জি রিসোর্সেস জিওফ্রে আর পিয়াটও এই বৈঠকে অংশ নেবেন। 

বিবৃতি অনুসারে, ডোনাল্ড লু ও পিয়াটের নেতৃত্বে প্রতিনিধিদলটি আমেরিকা ও ভারতের মধ্যে অংশীদারত্বের সহযোগিতার ক্ষেত্রগুলো আরও বাড়ানোর বিষয়ে আলোচনা করবেন। এ ছাড়া তারা ভারতীয় সরকারি কর্মকর্তা, বেসরকারি খাতের নেতৃত্ব, শিক্ষাবিদ ও গণমাধ্যম নেতৃত্বের সঙ্গেও মতবিনিময় করবেন। 

আরও পড়ুন: আইসিজের নির্দেশের পর যা বলল হামাস-ইসরায়েল

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের বিবৃতিতে অনুসারে, ভারত সফর শেষে ডোনাল্ড লু ও প্রতিনিধিদল মালদ্বীপ যাবেন। সেখানে তারা আমেরিকা-মালদ্বীপ সহযোগিতার সম্পর্ক গড়ে তুলতে এবং মালেতে একটি স্থায়ী মার্কিন দূতাবাস স্থাপনের বিষয়টি এগিয়ে নেওয়ার জন্য মালদ্বীপের জ্যেষ্ঠ নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করবেন। এ ছাড়া প্রতিনিধি দলটি মালদ্বীপের নাগরিক সমাজের সদস্য ও উচ্চশিক্ষা বিষয়ক কর্মকর্তাদের সঙ্গেও সাক্ষাৎ করবেন।

এসকে/ 

আমেরিকা ভারত মালদ্বীপ দক্ষিণ এশিয়া ডোনাল্ড লু

খবরটি শেয়ার করুন