ফাইল ছবি (সংগৃহীত)
নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, বিগত বছরগুলোতে ন্যায়বিচারের মূল্যবোধকে নষ্ট করা হয়েছে। ছাত্র জনতার সীমাহীন আত্মত্যাগ, মহাজাগরণ ও অভ্যুত্থানের মাধ্যমে স্বাধীনতা অর্জিত হয়েছে। সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করবেন বলেও জানান তিনি।
সোমবার (১২ই আগস্ট) দেশের ২৫ তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে রীতি অনুযায়ী সংবর্ধনা দেয় অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। এসময় প্রধান বিচারপতির কাছে সিন্ডিকেট মুক্ত বিচার বিভাগ ও জাতির জন্য ন্যায়বিচারের প্রত্যাশা করেন অ্যাটর্নি জেনারেল। পরে প্রধান বিচারপতি আরও বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠায়, ন্যায়বিচার নিশ্চিতে কাজ করার কথা জানান।
এদিকে আট দিন পর কার্যক্রম শুরু হলো সুপ্রিম কোর্টের। নতুন করে গঠিত হাইকোর্টের ৮টি বেঞ্চ বসার কথা রয়েছে। আইনজীবী ও কর্মকর্তাদের পদচারণায় মুখর হয়ে উঠে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ।
ওআ/কেবি
খবরটি শেয়ার করুন