বৃহস্পতিবার, ৪ঠা ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২০শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তারেক রহমান এসএসএফ নিরাপত্তা পাবেন কিনা, যা জানালেন সৈয়দা রিজওয়ানা *** কিশোরগঞ্জের ইউএনও হিসেবে নিয়োগ পেলেন সাবেক লাক্স সুন্দরী *** ডোনাল্ড ট্রাম্পের মুখে ‘বর্ণবাদের দুর্গন্ধ’ *** আগামীকাল সকালে দেশে পৌঁছানোর চেষ্টা করবেন জোবাইদা রহমান *** তেলের দাম বাড়ানো ব্যবসায়ীদের ‘কারণ দর্শানোর’ নোটিশ দিয়ে বৈঠকে ডেকেছে সরকার *** ৭ দিন নীরবতার পর ইমরানের টুইট, ভেঙে দিলেন দলের রাজনৈতিক কমিটি *** তারেক রহমানের দেশে ফেরা নিয়ে দৃশ্যমান দ্বিধা ও অদৃশ্য বাধা *** আরও ৩৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা *** খালেদা জিয়ার সঙ্গে যাবেন ১৪ জন, থাকবেন পুত্রবধূ শামিলা, ছয় চিকিৎসক *** অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ, আপিল বিভাগে হাইকোর্টের রায় বহাল

স্ত্রীকে নিয়ে আবেগঘন বার্তা নিকের

আমার ‘স্বপ্নের নায়িকার’ সঙ্গে বিয়ের সাত বছর

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২৪ অপরাহ্ন, ৩রা ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বলিউড ও হলিউডের  অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া ও নিক জোনাস দম্পতির বিয়ের সাত বছর পূর্ণ হয়েছে গত ১লা ডিসেম্বর। ২০১৮ সালের ২রা ডিসেম্বর যোধপুরের ঐতিহ্যবাহী উমেদ ভবন প্রাসাদে দুই পরিবারের রীতিনীতি মেনেই তাদের জমকালো বিয়ে হয়। 

এ তারকা দম্পতির বিবাহবার্ষিকীর এই বিশেষ দিনটি উপলক্ষে অভিনেত্রীর সঙ্গে কাটানো মুহূর্ত সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে নিয়েছেন তার স্বামী নিক। মার্কিন পপ তারকা বিবাহবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন। 

এর আগে লন্ডনে প্রিয়াংকা চোপড়ার জন্মদিনে (১৮ই জুলাই) নিক জোনাস তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। সে বছরই ১লা ডিসেম্বর মার্কিন পপ তারকা নিক জোনাস ও প্রিয়াংকা বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০২২ সালের জানুয়ারি মাসে এ দম্পতি সারোগেসি মাধ্যমে তাদের প্রথম কন্যাসন্তান মালতি মারি চোপড়া জোনাসকে পৃথিবীতে স্বাগত জানান।

স্ত্রীকে মনের কথা জানাতে প্রিয়াংকার মুখ নয়, বরং তিনি কেবল অভিনেত্রীর গ্ল্যামারাস লুকের এক ঝলক শেয়ার করেছেন, যেখানে তার পিঠ দেখা যাচ্ছে। ছবিটি অস্পষ্ট হলেও এর পেছনের আবেগ রয়েছে। বিবাহবার্ষিকীতে নিক জোনাস লিখেছেন—আমার স্বপ্নের মেয়ের সঙ্গে বিয়ের সাত বছর।

সামাজিক মাধ্যমে নিক ও প্রিয়াংকা দুজনেই সবসময় তাদের ভালোবাসার মুহূর্তগুলো ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নেন। জন্মদিন, বিবাহবার্ষিকী কিংবা অন্য যে কোনো আনন্দের ক্ষণ, কেউ-ই একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশ করার সুযোগ হাতছাড়া করেন না। 

প্রিয়াংকা ও নিকের এই প্রেমকাহিনি শুরু হয়েছিল সামাজিক মাধ্যম ‘এক্স’-এ বার্তা আদান-প্রদানের মাধ্যমে। নিকের মেসেজের পর প্রিয়াংকা তার নম্বর শেয়ার করেন এবং সেখান থেকেই তাদের কথাবার্তা শুরু হয়। এর পর ২০১৭ সালে ভ্যানিটি ফেয়ার অস্কার পার্টিতে তাদের প্রথম সাক্ষাৎ হয়। একই বছর মেট গালার রেড কার্পেটেও তাদের একসঙ্গে দেখা যায়। ২০১৮ সালে আনুষ্ঠানিকভাবে তাদের ডেটিংয়ের খবর প্রকাশ্যে আসে। অবশেষে ১ ও ২রা ডিসেম্বর যোধপুরের ঐতিহ্যবাহী উমেদ ভবন প্রাসাদে ধর্মীয় রীতিনীতি মেনে তাদের বিয়ে হয়।

জে.এস/

প্রিয়াঙ্কা চোপড়া নিক জোনাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250