ছবি: সংগৃহীত
বিশ্ব ইজতেমা ময়দানে সব ধরনের সমাবেশ নিষিদ্ধ করেছে সরকার। গতকাল মঙ্গলবার (৩০শে ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা-৬-এর উপসচিব আনোয়ার পারভেজ সই করা আদেশ থেকে এ তথ্য জানা যায়।
এতে বলা হয়েছে, বিশ্ব ইজতেমা ময়দানে আগামী ২ থেকে ৪ঠা জানুয়ারি খুরুজের জোড় এবং ২২ থেকে ২৪শে জানুয়ারি বিশ্ব ইজতেমা অনুষ্ঠানের আবেদন করা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সময়সূচি অনুযায়ী খুরুজের জোড় ও বিশ্ব ইজতেমাসহ নির্বাচনের আগে ওই মাঠে কোনো ধরনের সমাবেশ না করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে বলা হয়েছে।
সূত্র জানায়, আগামী ২ থেকে ৪ঠা জানুয়ারি তাবলিগ জামায়াত বাংলাদেশ শুরায়ি নেজাম (জুবায়েরপন্থি) ২ থেকে ৪ঠা জানুয়ারি টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে তিন দিনের খুরুজের জোড় নামে একটি অনুষ্ঠানের আয়োজন করে।
এরই পরিপ্রেক্ষিতে তাবলিগ জামায়াত বাংলাদেশ (সাদপন্থি) শুরায়ে নেজাম খুরুজের জোড়ের নামে ইজতেমার আয়োজন করছে বলে সরকারের কাছে অভিযোগ করে জানায়, খুরুজের জোড় বন্ধ না করলে তারা ২২ থেকে ২৪শে জানুয়ারি ইজেতমা করবেন।
জে.এস/
খবরটি শেয়ার করুন