ছবি: সংগৃহীত
আহমেদ রুহুল আমিন
বাপ গেছে তার পাথরঘাটায়
মা গেছে চা বাগানে,
রাতের খাবার জুটবে কী আজ
সে খবর তো মা জানে।
বন্ধুরা তার এই সময়ে
বউচি খেলায় ব্যস্ত,
ভাতের সাথে তরকারির ভার
তার উপরেই ন্যস্ত।
লিকলিকে তার হাত-পা শরীর
ছিপের মতোই গড়ন তার,
সংসারেতে এই বয়সেই
নিচ্ছে নিজের ভরণ তার।
বাম হাতে তার জালের হাতল
হেচকা টানে ডানখানা,
ছিপ-জালে কী আটকা পড়ে
একটা-দুটো 'ডানকানা'।
জালে-জলে শরীরে টান
সর্বশক্তি দিয়ে হাঁক,
ছিপ-জাল নেয় শূন্যে তুলে
ছিপের মতোই শরীর বাঁক।
ক'দিন পরেই ছিপ বালিকা
ধরবে নিজ সংসারের হাল,
ছিপ শরীরে বাঁক নেবে তার
'জীবন' নামের ছিপ-জাল।
আরএইচ/এইচ.এস
খবরটি শেয়ার করুন