শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

৫ই ফেব্রুয়ারি সচিবদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৪ অপরাহ্ন, ৩১শে জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

সচিবদের নিয়ে বৈঠকে বসতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ৫ই ফেব্রুয়ারি এই সভার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। এটি হবে বর্তমান সরকারের আমলে প্রথম সচিব সভা।

এবারের সচিব সভায় বরাবরের মতো প্রধানমন্ত্রী প্রধান অতিথি এবং মন্ত্রিপরিষদ সচিব সভাপতিত্ব করবেন। এতে সরকারের ৫৮টি মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে বিভিন্ন দপ্তর বা সংস্থায় কাজ করা সচিবরাও উপস্থিত থাকবেন। বর্তমানে নিয়মিত ও চুক্তিভিত্তিক মিলিয়ে ৮৭ জন সচিব ও সিনিয়র সচিব দায়িত্ব পালন করছেন।

আরো পড়ুন: বাংলাদেশের প্রশংসায় ১৪ দেশের রাষ্ট্রদূত

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হলেও এখনো স্থান নির্ধারণ করা হয়নি। সভার স্থান এবং অ্যাজেন্ডা আগামী দু’একদিনের মধ্যে চূড়ান্ত করা হবে। নাম প্রকাশ না করার শর্তে মন্ত্রিপরিষদ বিভাগের এক কর্মকর্তা বলেন, সচিব সভায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। প্রধানমন্ত্রী বিভিন্ন দিক-নির্দেশনা দেবেন। এই সভা থেকে গুরুত্বপূর্ণ অনেক সিদ্ধান্ত আসবে।

এর আগে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সর্বশেষ সচিব সভা হয়েছিল ২০২২ সালের ২৭শে নভেম্বর।

এইচআ/ আই.কে.জে/

বৈঠক সচিব-প্রধানমন্ত্রী

খবরটি শেয়ার করুন