শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

কাঁচকলার মজাদার আচার!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪৮ অপরাহ্ন, ১৫ই মে ২০২৪

#

ছবি : সংগৃহীত

সারা বছর জুড়েই কাঁচকলা পাওয়া যায়। এটা দিয়ে বানানোও যায় নানা পদ। কিন্তু এবার ভিন্ন স্বাদের কিছু চাইলে খেতে পারেন কাঁচকলার মজাদার আচার! রইলো রেসিপি -

আরো পড়ুন : কাঁচা আমের পেঁয়াজু!

উপকরণ

কাঁচকলা ৪টি, পাঁচফোড়ন ২ চা-চামচ, কাঁচা আমের ক্বাথ ১ কাপ, শর্ষের তেল ১ কাপ, হলুদগুঁড়া সামান্য, শুকনা মরিচ ৩–৪টি, কাঁচা মরিচ ৩–৪টি, চিনি দেড় কাপ, লবণ সামান্য।

প্রণালি

কাঁচকলা খোসা ছাড়িয়ে টুকরা করে নিন। হলুদ মেখে পানিতে ধুয়ে নিন। একটি প্যানে শর্ষের তেল দিয়ে দিন। পাঁচফোড়ন দিন। এরপর একে একে সব উপকরণ দিয়ে কাঁচকলা টুকরা আলতোভাবে নাড়ুন। কিছুটা মাখা মাখা হয়ে এলে নামিয়ে ঠান্ডা করে কাচের বয়ামে নিয়ে রোদে দিয়ে সংরক্ষণ করুন।

এস/ আই.কে.জে/ 

রেসিপি কাঁচকলার আচার

খবরটি শেয়ার করুন