শুক্রবার, ৫ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কলকাতায় পাঁচ জেএমবি সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড *** নির্বাচনে সহায়তা নিয়ে দেশের রাজনৈতিক দলগুলোকে ব্রিফ করল জাতিসংঘ *** কাফু–ক্যানিজিয়ার সঙ্গে ঢাকায় নৈশভোজের সুযোগ *** নতুন গণমাধ্যম নীতি নিয়ে আপত্তি, পেন্টাগনের বিরুদ্ধে নিউইয়র্ক টাইমসের মামলা *** প্রধান উপদেষ্টাকে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর ফোন, বন্যায় সহায়তার জন্য কৃতজ্ঞতা *** খালেদা জিয়াকে নিয়ে নির্মিত সরকারি ডকুমেন্টারি প্রকাশ *** একটি মানবশিশুকে যেভাবে পাহারা দিলো চারটি কুকুর *** অনিবার্য কারণ ছাড়া বিএনপি নির্বাচনি মাঠে থাকবে: নজরুল ইসলাম খান *** নিবন্ধন পাচ্ছে ‘আমজনতার দল’, প্রতীকের বিষয়ে যা জানা গেল *** এয়ার অ্যাম্বুলেন্স আসতে দেরি হতে পারে, জুবাইদা রহমান ঢাকায় আসছেন

সিরিয়া নিয়ে সতর্কবার্তার পরই ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর ফোনালাপ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৮ অপরাহ্ন, ২রা ডিসেম্বর ২০২৫

#

ছবিসূত্র: রয়টার্স

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন বলে প্রধানমন্ত্রীর দপ্তর জানায়। এর কিছুক্ষণ আগেই ট্রাম্প সিরিয়াকে অস্থিতিশীল না করার জন্য ইসরায়েলকে সতর্ক করেছিলেন। সূত্র: আল-অ্যারাবিয়া। 

গত সোমবার দক্ষিণ সিরিয়ায় সম্প্রতি ইসরায়েলি অভিযানে ১৩ জন নিহত হওয়ার পর ট্রাম্প সতর্ক করে বলেন, ইসরায়েলের উচিত সিরিয়ার নতুন নেতৃত্বকে অস্থিতিশীল না করা। ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, ‘সিরিয়ার সমৃদ্ধ রাষ্ট্রে রূপান্তরের পথে কোনো বাধা সৃষ্টি না করে ইসরায়েলের উচিত শক্ত ও আন্তরিক সংলাপ বজায় রাখা।'

নেতানিয়াহুর দপ্তর জানায়, কথোপকথনে তারা ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে নিরস্ত্রীকরণ এবং গাজা উপত্যকার সামরিকীকরণ বন্ধের বিষয়ে আলোচনা করেন। পাশাপাশি, যেসব দেশ এখনো ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি, তাদের সঙ্গে সম্পর্ক স্থাপনের বিষয়ও আলোচনায় উঠে আসে।

এ ছাড়া ট্রাম্প নেতানিয়াহুকে শিগগিরই হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন বলে দপ্তর জানিয়েছে, যদিও নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি।

গত বছর বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই ট্রাম্প ইসরায়েল-সিরিয়া নিরাপত্তা চুক্তির পক্ষে অবস্থান নিয়ে আসছেন। তবে সিরিয়ায় ইসরায়েলের শত শত হামলার কারণে দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে।

ট্রাম্প আরো বলেন, প্রেসিডেন্ট আহমেদ আল-শারার নেতৃত্বে সিরিয়ার অগ্রগতিতে তিনি খুব সন্তুষ্ট। আল-শারা গত নভেম্বরে হোয়াইট হাউসে ঐতিহাসিক সফর করেছিলেন। মার্কিন প্রেসিডেন্টের দাবি, আল-শারা সিরিয়া ও ইসরায়েলের দীর্ঘমেয়াদি শান্তিপূর্ণ সম্পর্ক গঠনে সক্রিয়ভাবে কাজ করছেন।

তিনি বলেন, যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার পুনর্গঠনে দেশটির সরকার যেন নির্ধারিত পথে থাকে, সে জন্য আমেরিকা সর্বোচ্চ সহযোগিতা দিচ্ছে।

জে.এস/

ডোনাল্ড ট্রাম্প বেনিয়ামিন নেতানিয়াহু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250