বৃহস্পতিবার, ২৯শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিশ্বজুড়ে ব্যাংকিং খাতে বঞ্চনার শিকার মুসলিমরা *** সরকারি কর্মচারীদের পাঁচ বছরের বেশি থাকা ঠিক না: প্রধান উপদেষ্টা *** আড়াই মাস চেষ্টা করেও আল জাজিরা তারেক রহমানের সাক্ষাৎকার নিতে পারেনি *** মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করতে হবে *** অজিত পাওয়ারকে বহনকারী বিমান বিধ্বস্তের আগে ‘রহস্যজনক নীরবতা’ *** ভারতীয় কূটনীতিকদের পরিবার প্রত্যাহারের সংকেত বুঝতে পারছে না সরকার *** ‘আমি কিন্তু আমলা, আপনি সুবিচার করেননি’ *** প্রধান উপদেষ্টার কাছে অ্যামনেস্টির মহাসচিবের খোলা চিঠি *** ভারত-ইউরোপের মুক্ত বাণিজ্য চুক্তি ও বাংলাদেশের পোশাক রপ্তানি *** ‘গ্রিনল্যান্ড: মার্কিন হুমকি বাংলাদেশের জন্য উদ্বেগের বিষয়’

সিরিয়া নিয়ে সতর্কবার্তার পরই ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর ফোনালাপ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৮ অপরাহ্ন, ২রা ডিসেম্বর ২০২৫

#

ছবিসূত্র: রয়টার্স

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন বলে প্রধানমন্ত্রীর দপ্তর জানায়। এর কিছুক্ষণ আগেই ট্রাম্প সিরিয়াকে অস্থিতিশীল না করার জন্য ইসরায়েলকে সতর্ক করেছিলেন। সূত্র: আল-অ্যারাবিয়া। 

গত সোমবার দক্ষিণ সিরিয়ায় সম্প্রতি ইসরায়েলি অভিযানে ১৩ জন নিহত হওয়ার পর ট্রাম্প সতর্ক করে বলেন, ইসরায়েলের উচিত সিরিয়ার নতুন নেতৃত্বকে অস্থিতিশীল না করা। ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, ‘সিরিয়ার সমৃদ্ধ রাষ্ট্রে রূপান্তরের পথে কোনো বাধা সৃষ্টি না করে ইসরায়েলের উচিত শক্ত ও আন্তরিক সংলাপ বজায় রাখা।'

নেতানিয়াহুর দপ্তর জানায়, কথোপকথনে তারা ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে নিরস্ত্রীকরণ এবং গাজা উপত্যকার সামরিকীকরণ বন্ধের বিষয়ে আলোচনা করেন। পাশাপাশি, যেসব দেশ এখনো ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি, তাদের সঙ্গে সম্পর্ক স্থাপনের বিষয়ও আলোচনায় উঠে আসে।

এ ছাড়া ট্রাম্প নেতানিয়াহুকে শিগগিরই হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন বলে দপ্তর জানিয়েছে, যদিও নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি।

গত বছর বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই ট্রাম্প ইসরায়েল-সিরিয়া নিরাপত্তা চুক্তির পক্ষে অবস্থান নিয়ে আসছেন। তবে সিরিয়ায় ইসরায়েলের শত শত হামলার কারণে দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে।

ট্রাম্প আরো বলেন, প্রেসিডেন্ট আহমেদ আল-শারার নেতৃত্বে সিরিয়ার অগ্রগতিতে তিনি খুব সন্তুষ্ট। আল-শারা গত নভেম্বরে হোয়াইট হাউসে ঐতিহাসিক সফর করেছিলেন। মার্কিন প্রেসিডেন্টের দাবি, আল-শারা সিরিয়া ও ইসরায়েলের দীর্ঘমেয়াদি শান্তিপূর্ণ সম্পর্ক গঠনে সক্রিয়ভাবে কাজ করছেন।

তিনি বলেন, যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার পুনর্গঠনে দেশটির সরকার যেন নির্ধারিত পথে থাকে, সে জন্য আমেরিকা সর্বোচ্চ সহযোগিতা দিচ্ছে।

জে.এস/

ডোনাল্ড ট্রাম্প বেনিয়ামিন নেতানিয়াহু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250