শুক্রবার, ১৭ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২রা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাকসুতে ভিপি-এজিএসে শিবির, জিএস আধিপত্যবিরোধী ঐক্যের জয় *** রাষ্ট্রীয় উদ্যোগে ছেঁউড়িয়ায় লালন স্মরণোৎসব শুরু হচ্ছে আজ *** জুলাই সনদ স্বাক্ষরের অপেক্ষা *** ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ স্লোগানে উত্তরের মানুষ... *** সব গণমাধ্যমকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের আহ্বান প্রধান উপদেষ্টার *** ‘লং মার্চ টু যমুনা’ স্থগিত, নতুন কর্মসূচি দিলেন শিক্ষকরা *** জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুক্রবারই, বাদ পড়লে পরেও স্বাক্ষর করা যাবে: আলী রীয়াজ *** সাবেক বিএফআইইউ প্রধান শাহীনুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা *** সাত কলেজ নিয়ে বিভিন্ন গ্রুপ গুজব ছড়াচ্ছে: শিক্ষা উপদেষ্টা *** এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ৫ শতাংশের বেশি বাড়ানো সম্ভব নয়: শিক্ষা উপদেষ্টা

দুষ্টু ময়ূর পার্সির জন্য স্থায়ী আশ্রয় খুঁজছেন গ্রামবাসী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৮ অপরাহ্ন, ১৮ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

ব্রিটেনের উইল্টশায়ারের মার্লবোরো গ্রামে কয়েক মাস ধরেই আলোচনার কেন্দ্রে অদ্ভুত অতিথি একটি ময়ূর। স্থানীয়রা আদর করে এর নাম দিয়েছে ‘পার্সি’। মে মাসে প্রথম দেখা মেলে এর। এরপর থেকেই গ্রামবাসীর নিত্যদিনের হাসি আর ঝামেলার মিশ্র অভিজ্ঞতা বয়ে আনছে সে। খবর বিবিসির।

পার্সির দুষ্টুমি নানারকম। কখনও ছাদে আরাম করে বসে থাকে, কখনও আবার কারও বাগানের সবজি খেয়ে ফেলে। মাঝরাতে তার কর্কশ ডাক ঘুম ভাঙিয়ে দেয় আশপাশের সবার। এমনকি তার আশপাশের এলাকায় ঢুকে পড়া বিড়াল বা কবুতরকেও সে সহজে ছেড়ে কথা বলে না। ফলে গ্রামের বাসিন্দাদের কেউ তার উপস্থিতিতে মজা পাচ্ছেন, আবার কেউ একেবারে অতিষ্ঠ।

স্থানীয় এক বাসিন্দা ক্রিস্টিন মার্সার বলেন, ‘এতদিনেও কেউ এসে ময়ূরটার মালিকানা দাবি করেনি। ওর পায়ে কোনো চিহ্নও নেই। এতে জানা যাচ্ছে না সে কোথা থেকে এসেছে। শীত যতই ঘনিয়ে আসছে, আমাদের চিন্তা বাড়ছে। বিশেষ করে দু-তিন মাস পর তীব্র ঠান্ডা পড়লে খোলা আকাশের নিচে ও কীভাবে টিকে থাকবে।’

পার্সিকে নিরাপদে রাখতে গ্রামটির বাসিন্দারা ইতোমধ্যেই বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। বন্যপ্রাণী উদ্ধারকারী সংস্থার কাছেও গেছেন অনেকে, কিন্তু তারা সাহায্য করতে রাজি হয়নি। কারণ, ময়ূর অঞ্চলটির স্থানীয় পাখি নয়। শেষমেশ পার্সির গতিবিধি জানাতে নিজেদের মধ্যে একটি গ্রুপ চ্যাট চালু করেছেন তারা। প্রায়ই দেখা যায়, খাবারের খোঁজে স্থানীয়দের বাড়ির দরজা-জানালায় ঠোকর মারছে সে।

সব মিলিয়ে পার্সি মার্লবোরোর গ্রাম্যজীবনের এক অনাকাঙ্ক্ষিত হলেও রঙিন অংশ হয়ে দাঁড়িয়েছে। এদিকে এলাকায় নতুন করে আরও দুটি ময়ূর ঘুরতে দেখা গেছে। যাতে  গুজব ছড়িয়েছে–সম্ভবত আশপাশেই আস্তানা গেড়েছে ময়ূররা। হাসতে হাসতে মার্সার বলেন, ‘এভাবে চলতে থাকলে খুব তাড়াতাড়ি পুরো উইল্টশায়ারকেই দখল করে নেবে পার্সির দলের পাখিরা!’ 

জে.এস/

পাখি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250