বুধবার, ১৭ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** একুশের বইমেলা ২০শে ফেব্রুয়ারি থেকে শুরু *** তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে বিএনপির কমিটি *** এস আলমকে নিয়ে গভর্নর বললেন, ‘চোরের মায়ের বড় গলা’ *** গোলাম আযম জাতির 'শ্রেষ্ঠ সন্তান' হলে বীর মুক্তিযোদ্ধাদের অবস্থান কোথায়—প্রশ্ন মির্জা আব্বাসের *** শুরু থেকেই ভারতের সঙ্গে সম্পর্কে ‘টানাপোড়েন আছে’— এটা বাস্তবতা: পররাষ্ট্র উপদেষ্টা *** ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড *** অপারেটর করলেন ভুল, ক্যারি করলেন সেঞ্চুরি *** উত্তর-পূর্ব ভারতকে বিচ্ছিন্ন করার বাংলাদেশি হুমকি সহ্য করা হবে না: আসামের মুখ্যমন্ত্রী *** আমাদের ‘নসিহত’ করা হয়েছে, নির্বাচন নিয়ে উপদেশ চাই না: তৌহিদ হোসেন *** ভারতে নারীর নিকাব বিতর্ক: মুখ্যমন্ত্রী ও মন্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ

রোহিঙ্গাবোঝাই ট্রলারটি মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৩ অপরাহ্ন, ৬ই জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

ইঞ্জিন বিকল হয়ে কক্সবাজারের টেকনাফের প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে ভেসে আসা রোহিঙ্গাবোঝাই ট্রলারটিকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে। এতে ৩১ রোহিঙ্গার সঙ্গে ছিলেন দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) দুই সদস্য। ইঞ্জিন সচল হওয়ায় গতকাল শুক্রবার বিকেল ৫টার পর ট্রলারটি দ্বীপ থেকে মিয়ানমারের উদ্দেশে রওনা হয়েছে বলে নিশ্চিত করেছেন সেন্টমার্টিনে বিজিবির দায়িত্বপ্রাপ্ত সুবেদার সানোয়ার হোসেন।

তিনি জানান, সমুদ্রে প্রাকৃতিক দুর্যোগ এবং ইঞ্জিন বিকল হওয়ার কারণে মিয়ানমারের ট্রলারটি ৩৩ জন নিয়ে দ্বীপে ভেসে এসে ভিড়েছিল। বিকেলে ট্রলারটিসহ রোহিঙ্গা ও বিজিপি সদস্যদের গন্তব্যের উদ্দেশে ফেরত পাঠানো হয়েছে।

আরো পড়ুন: থানায় বসে খামে করে ‘ঘুস’ নিলেন ওসি

শুক্রবার ৫ই জুলাই ভোরে ট্রলারটি দ্বীপের উত্তর-পশ্চিম সৈকতে এসে ভেড়ে বলে জানান সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান। তিনি জানান, ট্রলারটি ভেড়ার পর রোহিঙ্গা ও বিজিপি সদস্যদের দ্বীপের উত্তর সৈকতের একটি রিসোর্টে বিজিবি হেফাজতে রাখা হয়। ৩১ রোহিঙ্গার মধ্যে ১০ পুরুষ, ১০ নারী ও ১১ শিশু রয়েছে। সশস্ত্র বিজিপি সদস্যদের মধ্যে একজন ক্যাপ্টেন ও অন্যজন সার্জেন্ট।

রোহিঙ্গা ও বিজিপি সদস্যদের বরাতে মুজিবুর রহমান বলেন, তারা জানিয়েছেন বৃহস্পতিবার বিকেলে মিয়ানমারের মংডু শহর থেকে সমুদ্রপথে ট্রলারটি রওনা হয়। মিয়ানমারের জলসীমায় থাকা দেশটির নৌবাহিনীর জাহাজে যাওয়ার কথা ছিল তাদের। পরে নৌবাহিনীর জাহাজে করে তাদের সিটওয়ে শহরে যাওয়ার কথা। কিছুদূর আসার পর ট্রলারটির ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এরই মধ্যে প্রচণ্ড বৃষ্টি ও ঝড়ের মুখে পড়ে ট্রলারটি সেন্টমার্টিনের উত্তর-পশ্চিম সৈকতে চলে আসে।

স্থানীয় সূত্র জানায়, ভোরে সেন্টমার্টিনের উত্তর গুলাচ্চরে একটি ট্রলারে লাইটের সিগন্যাল দেখতে পান দ্বীপের স্থানীয় জেলেরা। তারা বিজিবি ও কোস্টগার্ড সদস্যদের খবর দেন। সেন্টমার্টিন বিজিবি টহল টিম সেখানে গিয়ে সবাইকে নিজেদের হেফাজতে নেয়।

টেকনাফের ইউএনও আদনান চৌধুরী বলেন, নতুন করে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত ও নাফ নদে অবস্থান জোরদার করেছে বিজিবি ও কোস্টগার্ড।

এসি/

মিয়ানমার রোহিঙ্গা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250