শুক্রবার, ৩রা অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** অন্যের ওপর দোষ চাপানো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ‘অভ্যাস’: ভারত *** পাকিস্তানের পাঁচটি যুদ্ধবিমান ধ্বংসের দাবি ভারতের বিমানবাহিনীর প্রধানের *** মানচিত্র থেকে পাকিস্তানকে মুছে ফেলার হুমকি দিলেন ভারতের সেনাপ্রধান *** ফ্লোটিলা বহর আটকের তীব্র নিন্দা জানাল বাংলাদেশ *** ভারতের ধনী নারী উদ্যোক্তাদের মধ্যে ৫০১৭০ কোটি নিয়ে শীর্ষে জয়শ্রী, ষষ্ঠ বলিউড নায়িকা *** ২০২৬ বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা আসলে কী *** যেভাবে আসামে হিন্দু-মুসলিম বিভাজিত সমাজে ঐক্যের সুর হয়ে উঠলেন জুবিন গার্গ *** ফ্লোটিলার সর্বশেষ জাহাজটির বর্তমান অবস্থান, স্টারলিংকের ইন্টারনেট এখনো সচল *** মাথা ঠান্ডা করে আরামে ঘুমান, নিজেদের সমস্যায় মন দিন—পশ্চিমা নেতাদের পুতিন *** বাড়লে গরম, বাড়ে চিনি খাওয়াও—বিস্ময়কর তথ্য দিলেন বিজ্ঞানীরা

প্রেমের প্রতি আমার বিশ্বাস কোনো দিন পাল্টাবে না : ক্যাটরিনা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪১ অপরাহ্ন, ১২ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

বর্তমানে বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও অভিনেতা ভিকি দম্পতি বেশ সুখে সময় পার করছেন। কিন্তু ভিকিকে বিয়ের আগেও দুইজন অভিনেতার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কে ছিলেন এই নায়িকা। একজন বলিউড ভাইজান সালমান খান। অন্যজন রণবীর কাপুর। কিন্তু দুই অভিনেতার সঙ্গে সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়ায়নি। 

বিশেষ করে রণবীরের সঙ্গে ক্যাটরিনার প্রেম ছিল বলিউডের বহুল চর্চিত বিষয়। নিজেদের সম্পর্ক নিয়ে কোনো লুকোচুরি করেননি দু’জন। তবুও তাদের বিচ্ছেদের ঘটনা বেশ চমকে দিয়েছিল ভক্তদের।

পরপর দুইটি বিচ্ছেদ কী, সম্পর্কের প্রতি ভাবনা চিন্তায় কোনো পরিবর্তন এনেছিল ক্যাটরিনার? সম্প্রতি এক সাক্ষাৎকারে সে বিষয়েই মুখ খুলেছেন অভিনেত্রী। বলেছেন, বিচ্ছেদের ফলে সম্পর্কের প্রতি কখনোই বিশ্বাস উঠে যায়নি তার। বরং আরও শক্ত করেছেন নিজেকে। সামনে এগিয়ে যেতে শিখেছেন।

আরো পড়ুন: সিডনি মাতাবেন তাহসান

ক্যাটরিনা বলেন, ‘প্রেমের প্রতি আমার বিশ্বাস কোনওদিন পাল্টাবে না। আমার মনে হয়, এতে সম্পর্কের প্রতি দর্শনটা পরিণত হচ্ছে। আমি শিখেছি কীভাবে সম্পর্ক, মানুষের সঙ্গে ব্যবহার করতে হয়। আমি শিখেছি স্বার্থপরতা কমাতে।’

এখানেই শেষ নয়, অভিনেত্রী আরও বলেন, ‘বিচ্ছেদের পরে মানুষ হিসেবে নিজেকে আরও এগিয়ে নিতে পেরেছি। অনেক বেশি পরিণত হয়েছি। অনেকের ক্ষেত্রেই এমন হয়, বিচ্ছেদের পর সম্পর্ক থেকে বিশ্বাস হারিয়ে ফেলে। তবে আমার ক্ষেত্রে এমনটা হয়নি।’

প্রসঙ্গত, গত আড়াই বছর ধরে ক্যাটরিনা কাইফের এক নতুন পরিচয় যোগ হয়েছে। তিনি এখন পাঞ্জাবি পরিবারের বউ। ভিকি কৌশলের সঙ্গে বিয়ে হওয়ার পর থেকেই তার বাবা-মা’কে আপন করে নিয়েছেন ক্যাটরিনা। স্বামী-সংসার নিয়ে সুখেই আছেন তিনি।

এসি/ আই. কে. জে/ 


ক্যাটরিনা বিশ্বাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250