ছবি : সংগৃহীত
চ্যানেলের জন্য নতুন ফিচার চালু করতে যাচ্ছে মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। এই ফিচারের সুবাদে আলাদা ক্যাটাগরি তৈরি করা যাবে। ফলে পছন্দের চ্যানেল খুঁজে পাওয়ার জন্য ব্যবহারকারীদের লিস্ট স্ক্রল করতে হবে না।
প্রযুক্তিবিষয়ক সাইট গিজচায়নার প্রতিবেদনে জানা যায়, গত বছরের সেপ্টেম্বরে চালুর পর থেকে হোয়াটসঅ্যাপ চ্যানেলের সংখ্যা বাড়ছে। এর কারণে পছন্দ অনুযায়ী চ্যানেল খুঁজে পাওয়া কিছুটা জটিল হয়ে উঠছে। তাই কনটেন্টের ধরন অনুযায়ী, চ্যানেলগুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে যুক্ত করার ফিচার চালু করবে প্ল্যাটফর্মটি।
আরো পড়ুন : আন্তর্জাতিক মা দিবসে গুগলের বিশেষ ডুডল
ডব্লিউএবিটাইনফোর তথ্যানুযায়ী, হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েডের আপডেট বিটা ভার্সনে নতুন এ ফিচার সম্পর্কে জানা গেছে। বিটা ভার্সনে মোট সাতটি ক্যাটাগরির কথা বলা হয়েছে। বিজনেস, এন্টারটেইনমেন্ট, লাইফস্টাইল, নিউজ, অর্গানাইজেশন, পিপল এবং স্পোর্টসসহ বিভিন্ন ক্যাটাগরি যুক্ত করবে প্ল্যাটফর্মটি।
ব্যবহারকারীর লিস্টে থাকা চ্যানেলগুলো স্বয়ংক্রিয়ভাবে ক্যাটাগরি অনুযায়ী সাজানো থাকবে। ফলোয়ারের ভিত্তিতে চ্যানেলগুলো ক্যাটাগরিতে তালিকাবদ্ধ থাকবে বলেও জানা গেছে।
গত বছরের সেপ্টেম্বরে আনুষ্ঠানিকভাবে হোয়াটসঅ্যাপ চ্যানেল চালু হয়। দিন দিন ব্যবহারকারীদের কাছে জনপ্রিয় হচ্ছে বিভিন্ন চ্যানেল।
এস/ আই.কে.জে/