প্রতীকী ছবি
সরকারি-বেসরকারি এমবিবিএস ও বিডিএসের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। পাসের হার ৬৬ দশমিক ৫৭ শতাংশ। আজ রোববার (১৪ই ডিসেম্বর) বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে এ ফল প্রকাশের তথ্য জানায় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ থেকে প্রাপ্ত নম্বর যোগ করে অর্জিত স্কোরের ভিত্তিতে মেধা ও পছন্দক্রম অনুযায়ী ৫ হাজার ৬৪৫ জন প্রার্থীকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।
এতে আরও বলা হয়, ফলের পরিসংখ্যান অনুযায়ী, পরীক্ষায় অংশ নেওয়ার জন্য নিবন্ধিত পরীক্ষার্থীদের মধ্যে ১ লাখ ২০ হাজার ৪৪০ জন উপস্থিত হন, যা মোট পরীক্ষার্থীর ৯৮ দশমিক ২১ শতাংশ। অনুপস্থিত ছিলেন ২ হাজার ১৯২ জন, যা ১ দশমিক ৭৯ শতাংশ। এ ছাড়া পরীক্ষাকেন্দ্রে অনিয়মের দায়ে ২ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
এবার ভর্তি পরীক্ষায় মোট উত্তীর্ণ হয়েছেন ৮১ হাজার ৬৪২ জন। মোট পাসের হার ৬৬ দশমিক ৫৭ শতাংশ। উত্তীর্ণদের মধ্যে পুরুষ পরীক্ষার্থী ৩১ হাজার ১২৮ জন, যা মোট পাস করা পরীক্ষার্থীর ৩৮ দশমিক ১৩ শতাংশ। অন্যদিকে নারী পরীক্ষার্থী পাস করেছেন ৫০ হাজার ৫১৪ জন, যা ৬১ দশমিক ৮৭ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ বা ইউনিটগুলোতে আসন সংখ্যা ৫ হাজার ৬৪৫টি; যার মধ্যে এমবিবিএস ৫ হাজার ১০০টি এবং বিডিএস ৫৪৫টি। বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ বা ইউনিটগুলোতে আসন সংখ্যা ৭ হাজার ৩৬১টি; যার মধ্যে এমবিসিএস ৬ হাজার একটি এবং বিডিএস ১ হাজার ৩৬০টি। এমবিবিএস কোর্সের ১১ হাজার ১০১টি এবং বিডিএস কোর্সের ১ হাজার ৯০৫টি, অর্থাৎ সর্বমোট ১৩ হাজার ছয়টি আসন।
২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা গত ১২ই ডিসেম্বর সকাল ১০টায় শুরু হয়ে চলে ১১টা ১৫ মিনিট পর্যন্ত। এবার নতুন যোগ হওয়া মানবিক গুণাবলি বিষয়ের কারণে শিক্ষার্থীরা ১৫ মিনিট বেশি পান। সারাদেশে একযোগে ১৭টি কেন্দ্রের ৪৯টি ভেন্যুতে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
খবরটি শেয়ার করুন