সোমবার, ৩১শে মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ফুলে ফুলে ভরে উঠে স্মৃতিসৌধের শহীদ বেদি

বিশেষ প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:৩৮ অপরাহ্ন, ২৬শে মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

আজ ২৬ মার্চ, বুধবার। ৫৫তম মহান স্বাধীনতা দিবস। এ উপলক্ষে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে দলমত-নির্বিশেষে সর্বস্তরের মানুষ ঢাকার সাভারের জাতীয় স্মৃতিসৌধে যান। শ্রদ্ধাঞ্জলি হিসেবে নিয়ে যান ফুল কিংবা ফুলের তোড়া। সেসব ফুলের স্থান হয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে। হাজারো জনতার শ্রদ্ধার ফুলে ভরে উঠে শহীদ বেদি।

স্বাধীনতা উদ্‌যাপনে স্মৃতিসৌধে আগতদের মধ্যে অনেকে বিভিন্ন সংগঠন বা প্রতিষ্ঠানের ব্যানার নিয়ে যান। কেউ কেউ যান ব্যক্তি হিসেবে। কেউ পরিবার নিয়ে। স্মৃতিসৌধ চত্বরে আগত হাজারো মানুষের মধ্যে ছিল বাঁধভাঙা উল্লাস। শিশু থেকে বৃদ্ধ অনেকের হাতেই লাল-সবুজের পতাকা লক্ষ করা যায়। কেউ কেউ আবার স্বাধীনতার লাল-সবুজ রঙের জামা পরেন।

এর আগে সকালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন আরও কয়েকজন উপদেষ্টা ও তিন বাহিনীর প্রধান। শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপ্রধান ও প্রধান উপদেষ্টা সাভারের জাতীয় স্মৃতিসৌধ চত্বর ত্যাগ করার পর তা সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। এতে হাজারো মানুষের সমাগম ঘটে স্মৃতিসৌধ এলাকায়।

রমজান মাস ও অনেক প্রতিষ্ঠানে ঈদের ছুটি শুরু হওয়ায় আজ স্মৃতিসৌধে অন্যান্য যে কোনো দিবসের তুলনায় সাধারণ মানুষের উপস্থিতি কিছুটা কম ছিল। কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠনের উপস্থিতি ছিল আগের মতোই। সকাল থেকে বিএনপি, এনসিপি, বাসদ, জাসদ, গণসংহতি আন্দোলন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টসহ নানা রাজনৈতিক দল ও অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন, জাতীয় বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল ইউনিভার্সিটি, গণবিশ্ববিদ্যালয়, গণস্বাস্থ্য কেন্দ্র, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ ও ডেন্টাল ইউনিট, পুলিশের প্রধান, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এবং ঢাকা রেঞ্জ ডিআইজিসহ সরকারি-বেসরকারি নানা প্রতিষ্ঠান শ্রদ্ধা নিবেদন করে।

এইচ.এস/

জাতীয় স্মৃতিসৌধ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন