রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

তিল ধারণের ঠাঁই নেই ‘সাগরকন্যা’ কুয়াকাটায়

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:৫১ অপরাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সঙ্গে সাপ্তাহিক বন্ধ মিলে চারদিনের ছুটিতে ‘সাগরকন্যা’ কুয়াকাটায় আগমন ঘটেছে নানা বয়সী হাজার হাজার পর্যটকের। এতে কানায় কানায় পূর্ণ কুয়াকাটা সৈকতের প্রতিটি পয়েন্ট।

অনেক আগেই বুকিং হয়ে গেছে আবাসিক হোটেল-মোটেল। আগেভাগে বুকিং না দিয়ে আসা পর্যটকরা হোটেল মোটেলে জায়গা না পেয়ে অবস্থান করছেন আশপাশের বাসাবাড়িতে।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সৈকতের বিভিন্ন পয়েন্টে ঘুরে দেখা যায়, নিজেদের মতো করে সৈকতে আনন্দ-উল্লাসে মেতেছেন পর্যটকরা। শিশুরা বালুপানিতে গা মিশিয়ে আনন্দ করছে। তরুণ-তরুণী ও মধ্যবয়সীরা নোনা পানিতে মেতেছেন গোসলে। ছাতার নিচে বসে বিশাল সমুদ্রের জলরাশি ও গর্জন উপভোগ করছেন বৃদ্ধরা। অসংখ্য পর্যটকদের আগমনে ব্যস্ততায় সময় কাটাচ্ছেন নানা পেশার ব্যবসায়ীরা।

আই.কে.জে/  

কুয়াকাটা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন