মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নরেন্দ্র মোদির শোক *** সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর শোক *** হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার অনুরোধ প্রধান উপদেষ্টার *** নিরীহদের হয়রানি না করতে অনুরোধ গোপালগঞ্জ জেলা বিএনপির *** পাইলট বিমানটিকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর *** বিসিবির সিদ্ধান্ত বদল, স্টেডিয়ামে খাবার নিয়ে ঢুকতে মানা *** বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য বাঁচলেন অভিনেত্রী সানা *** জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা মুলতবি *** বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

ট্রাম্প প্রশাসনের ‘কঠোর ভালোবাসাই’ ভালো: ইইউ প্রতিরক্ষা প্রধান

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩৪ অপরাহ্ন, ৩১শে মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

ইউরোপীয় ইউনিয়নের কূটনৈতিক প্রধান কায়া কালাস বলেছেন, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের ‘কঠোর ভালোবাসা’ ইউরোপের প্রতিরক্ষা ব্যয় বাড়াতে সহায়ক হয়েছে। আজ শনিবার (৩১শে মে) সিঙ্গাপুরে অনুষ্ঠিত শাংরি-লা প্রতিরক্ষা ফোরামে বক্তব্য দেওয়ার সময় কালাস এ মন্তব্য করেন। খবর এএফপির।

আমেরিকার প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের এক বক্তব্যের জবাবে কায়া কালাস এ কথা বলেছেন। এর আগে হেগসেথ বলেছিলেন, ট্রাম্পের প্রতিরক্ষা খাতে ব্যয় বৃদ্ধির দাবি ‘কঠোর ভালোবাসার’ প্রকাশ।

হেগসেথের বক্তব্যের প্রতিক্রিয়ায় কায়া কালাস হালকা কৌতুক করে বলেন, ‘এটা ভালোবাসাই, আর এটা কঠোর হোক বা না হোক। ভালোবাসা না থাকার চেয়ে কঠোর ভালোবাসা বরং শ্রেয়।’

ইউরোপীয় ইউনিয়নের কূটনৈতিক প্রধান কায়া কালাস আরও বলেছেন, ‘ইউরোপের বিভিন্ন দেশের অবস্থান আলাদা। আমাদের মধ্যে কেউ কেউ অনেক আগেই বুঝেছি যে প্রতিরক্ষায় বিনিয়োগ করা জরুরি। আমরা এখন যে বাড়তি কাজ করছি তা ইতিবাচক। তবে আমি জোর দিয়ে বলতে চাই, ইউরোপ ও প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।’

কালাস বলেন, ‘আমেরিকার প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্যে চীনকে ঘিরে কিছু জোরালো বার্তা ছিল। আমি আবারও বলছি, যদি চীন নিয়ে আপনি উদ্বিগ্ন হন, তাহলে রাশিয়াকে নিয়েও উদ্বিগ্ন হওয়া উচিত। এ ছাড়া ইউরোপীয় ইউনিয়ন প্রতিরক্ষা ক্ষেত্রসহ পারস্পরিক স্বার্থের ভিত্তিতে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সঙ্গে অংশীদারত্ব গড়তে চায়।’

তিনি আরও বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন এখন কেবল একটি শান্তি প্রকল্প নয়, এটি কঠোর প্রতিরক্ষা সক্ষমতায় সজ্জিত একটি নতুন রূপ কল্পনা করেছে, আমরা শিগগিরই একটি বৈশ্বিক নিরাপত্তা অংশীদারে পরিণত হচ্ছি।’

আরএইচ/

আমেরিকা ইইউ কায়া কালাস ইইউ কূটনৈতিক প্রধান ট্রম্প প্রশাসন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন