শনিবার, ১৮ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘দোসর’ বলার জন্য বিএনপির সালাহউদ্দিনকে ক্ষমা চাইতে হবে: নাহিদ *** হিজাব নিষিদ্ধে পর্তুগালের পার্লামেন্টে বিল পাস *** ‘জুলাই যোদ্ধা’ নামে ফ্যাসিস্ট বাহিনী বিশৃঙ্খলা করেছে: সালাহউদ্দিন *** শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় আগুন, ফ্লাইট চলাচল স্বাভাবিক *** ৯ নম্বর, সহজেই সমাধান করা যাবে: পাকিস্তান-আফগান যুদ্ধ প্রসঙ্গে ট্রাম্প *** ৪৫ বছর ছদ্মবেশে বিলাসী জীবন, অবশেষে বিচারের মুখে গুম-খুনের হোতা *** ত্রিপুরায় পিটুনিতে নিহত তিন বাংলাদেশিকে ‘চোরাকারবারি’ বলল ভারত *** জাতীয়ভাবে লালন উৎসব উদযাপন অব্যাহত থাকবে: মোস্তফা সরয়ার ফারুকী *** নির্বাচন প্রক্রিয়া নিয়ে আলোচনায় বসার প্রধান উপদেষ্টার আহ্বানে রাজি বিএনপি *** জুলাই সনদে স্বাক্ষর না করার যে ব্যাখ্যা দিল এনসিপি

প্যান্ট পরতে ভুলে গেলেন অভিনেত্রী সোহিনী!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪৪ অপরাহ্ন, ১৯শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

ভিনদেশ থেকে ছবি প্রকাশ করে হতে হলো কটাক্ষের শিকার। সময়টা ঘুরে বেড়িয়ে কাটাচ্ছেন টলিউড অভিনেত্রী সোহিনী সরকার। প্রথমে সুইডেন, সেখান থেকে ফিনল্যান্ড গেছেন তিনি। 

সোশ্যাল মিডিয়ার কল্যাণে মিমির এই ঘুরে বেড়ানোর খবর নেটিজেনদের জানতে সময় লাগছে না। কেননা জমিয়ে উপভোগ করা সময় ক্যামেরাবন্দি করে তিনি প্রকাশ করছেন নেট দুনিয়ায়। সে ছবি দেখে কেউ কেউ অপ্রত্যাশিত প্রশ্ন করতেও ছাড়ছেন না। অনেকে কটাক্ষ করেছেন প্যান্ট না পরা নিয়ে।

সোহিনী সরকার দুটি ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। সেখানে তাকে কালো টপ পড়ে থাকতে দেখা যাচ্ছে। নিচে লাল মোজা রয়েছে থাই পর্যন্ত। তবে দীর্ঘ টপের কারণে প্যান্ট দেখা যাচ্ছে না। ছবি দুটো পোস্ট করে তিনি লেখেন, ফিনল্যান্ড, ক্রুজ এবং রাতের জীবন। 

এক ব্যক্তি সোহিনী সরকারের পোস্টে লেখেন, 'এমা প্যান্ট কই?' আরেকজন লেখেন 'তাড়াহুড়ো করতে গিয়ে কী প্যান্ট ভুলে গিয়েছেন?' কেউ কেউ আবার লেখেন, এত বুড়িয়ে গ্রছেন কেন?'

আরো পড়ুন: বাফটার মঞ্চে শিমারি শাড়িতে লাস্যময়ী দীপিকা

তবে সবাই যে নেতিবাচক মন্তব্য করেছেন তা কিন্তু না। অনেকেই তার এই বোল্ড অবতারের প্রশংসাও করেছে। দেবশ্রী গঙ্গোপাধ্যায়, অর্থাৎ শুভশ্রীর বোন লেখেন, 'লাল ঠোঁট আর তুমি।' জনপ্রিয় ডিজাইনার পরমা লেখেন, 'হ্যালো হটি।' অভিনেত্রীর এক অনুরাগী লেখেন, 'আপনি যেন ব্ল্যাক বিউটি। কী সুন্দর দেখাচ্ছে।'

সোহিনীর সবশেষ মুক্তিপ্রাপ্ত ছবিটির নাম  কাবুলিওয়ালা। এতে কেন্দ্রীয় চরিত্রে ছিলেন মিঠুন চক্রবর্তী। সোহিনী ছিলেন সেখানে তিনি মিনির মায়ের চরিত্রে।

এসি/

প্যান্ট অভিনেত্রী সোহিনী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250