শুক্রবার, ১০ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শনিবার ভোরে দেশে ফিরছেন শহিদুল আলম *** ইসরায়েল থেকে মুক্ত শহিদুল আলম এখন তুরস্কে *** স্বামী নিখোঁজের পর দেবরের সঙ্গে বিয়ে, পরের দিনই হাজির স্বামী! *** সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর শরৎ উৎসব স্থগিত নিয়ে যা জানাল চারুকলা অনুষদ *** গাজায় যুদ্ধবিরতি ‘কার্যকর’, নিজ এলাকায় ফিরছেন ফিলিস্তিনিরা, সরছেন ইসরায়েলি সেনারা *** ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় যা বলছে হোয়াইট হাউস *** তালেবানের সঙ্গে বৈঠকের পর কাবুলে পূর্ণাঙ্গ দূতাবাস চালুর ঘোষণা দিল্লির *** গুমের ঘটনায় ২৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ন্যায়বিচারের পথে অগ্রগতি: এইচআরডব্লিউ *** শেখ হাসিনাসহ দুই ডজন নেতা ভোটে অযোগ্য হচ্ছেন *** ইসরায়েলি কারাগার থেকে ইস্তাম্বুলের পথে শহিদুল আলম

হেরিটেজ ফাউন্ডেশন

অর্থনৈতিক স্বাধীনতা সূচক: বাংলাদেশের সাত ধাপ উন্নতি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪৭ অপরাহ্ন, ২৯শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

অর্থনৈতিক স্বাধীনতা সূচকে বাংলাদেশের সাত ধাপ উন্নতি হয়েছে বলে জানিয়েছে আমেরিকার অর্থনৈতিক থিংক ট্যাংক হিসেবে পরিচিতি হেরিটেজ ফাউন্ডেশন।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে ১৭৬টি দেশের মধ্যে বাংলাদেশ সাত ধাপ এগিয়ে ১১৬তম স্থানে উঠে এসেছে। প্রথমস্থানে আছে সিঙ্গাপুর।

এতে বলা হয়, ২০২৪ সালের অর্থনৈতিকভাবে সবচেয়ে মুক্ত দেশ হিসাবে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশ। আর ‘নিপীড়িত অর্থনীতির’ ক্যাটাগরিতে রয়েছে মালদ্বীপ (১৫৭), শ্রীলঙ্কা (১৪৯) ও পাকিস্তান (১৪৭)। অর্থনৈতিক স্বাধীনতার সূচকে বাংলাদেশের থেকে বহু পিছিয়ে রয়েছে এই দেশগুলো। 

আরো পড়ুন: বিদ্যুতের নতুন দামের প্রজ্ঞাপন জারি

২০২৪ সালের অর্থনৈতিকভাবে সবচেয়ে মুক্ত দেশ হিসেবে দক্ষিণ এশিয়ায় ভুটানের পরেই রয়েছে বাংলাদেশ। ভুটানের অর্থনৈতিক স্বাধীনতার সূচক একশোর মধ্যে ৫৪ দশমিক ৪, যা গত বছরও একই ছিলো। তখন বাংলাদেশ অবস্থান ছিলো ১২৩তম।  

বিশ্বের সবচেয়ে স্বাধীন অর্থনীতির দেশ হিসাবে এবার প্রথম অবস্থানে রয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার নগররাষ্ট্র সিঙ্গাপুর। দ্বিতীয় স্থানে আছে সুইজারল্যান্ড। আর এরপরই রয়েছে আয়ারল্যান্ড, তাইওয়ান ও লুক্সেমবার্গ।  

হেরিটেজ ফাউন্ডেশনের প্রতিবেদনে বলা হয়েছে, অর্থনৈতিক স্বাধীনতার পক্ষের অন্তর্নিহিত ধারণা হচ্ছে, ব্যক্তির নিজস্ব চাহিদা ও আকাঙ্ক্ষাগুলো সম্পর্কে ভালোভাবে জানা। পাশাপাশি তাদের নিজস্ব জীবনধারা; যা সরকার বা টেকনোক্র্যাট অভিজাতদের বদলে ব্যক্তির নিজস্ব দর্শন ও অগ্রাধিকারে পরিচালিত হয়। 

বাংলাদেশের অর্থনীতি ২০১০ সাল থেকে ধারাবাহিকভাবে ‘বেশিরভাগ অবাধ’ হিসাবে বিবেচিত হয়েছে হেরিটেজ ফাউন্ডেশনের কাছে

এইচআ/  


বাংলাদেশ হেরিটেজ ফাউন্ডেশন অর্থনৈতিক স্বাধীনতা সূচক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250