শুক্রবার, ১৮ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কবি রফিক আজাদের স্মৃতিবিজড়িত বাড়িটির প্রসঙ্গে যা বললেন সুলতানা কামাল *** 'মঙ্গল শোভাযাত্রা' নতুন নামে স্বীকৃতি পেতে অনুমোদনের প্রয়োজন হবে: ইউনেস্কো *** পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের আহ্বান প্রধান উপদেষ্টার *** পাকিস্তানের ক্ষমা চাওয়াসহ তিন বিষয়ে সুরাহা চেয়েছে বাংলাদেশ *** ভারতের সংখ্যালঘু মুসলিমদের ‘পূর্ণ নিরাপত্তা’ নিশ্চিত করার আহ্বান বাংলাদেশের *** ছয় মাসে কী সংস্কার করা হয়েছে, প্রশ্ন দেবপ্রিয় ভট্টাচার্যের *** ইইউর ‘নিরাপদ’ দেশের তালিকায় বাংলাদেশ *** কিস্তি ছাড়ের বিষয়ে আলোচনা চলবে: আইএমএফ *** সংশোধিত ওয়াক্ফ আইন স্থগিত করলেন ভারতের সুপ্রিম কোর্ট *** হিন্দু নারীর বিয়ে, বিচ্ছেদ, সম্পত্তিতে উত্তরাধিকার বিষয়ে পারিবারিক আইনে সংস্কার প্রযোজন

হেরিটেজ ফাউন্ডেশন

অর্থনৈতিক স্বাধীনতা সূচক: বাংলাদেশের সাত ধাপ উন্নতি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪৭ অপরাহ্ন, ২৯শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

অর্থনৈতিক স্বাধীনতা সূচকে বাংলাদেশের সাত ধাপ উন্নতি হয়েছে বলে জানিয়েছে আমেরিকার অর্থনৈতিক থিংক ট্যাংক হিসেবে পরিচিতি হেরিটেজ ফাউন্ডেশন।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে ১৭৬টি দেশের মধ্যে বাংলাদেশ সাত ধাপ এগিয়ে ১১৬তম স্থানে উঠে এসেছে। প্রথমস্থানে আছে সিঙ্গাপুর।

এতে বলা হয়, ২০২৪ সালের অর্থনৈতিকভাবে সবচেয়ে মুক্ত দেশ হিসাবে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশ। আর ‘নিপীড়িত অর্থনীতির’ ক্যাটাগরিতে রয়েছে মালদ্বীপ (১৫৭), শ্রীলঙ্কা (১৪৯) ও পাকিস্তান (১৪৭)। অর্থনৈতিক স্বাধীনতার সূচকে বাংলাদেশের থেকে বহু পিছিয়ে রয়েছে এই দেশগুলো। 

আরো পড়ুন: বিদ্যুতের নতুন দামের প্রজ্ঞাপন জারি

২০২৪ সালের অর্থনৈতিকভাবে সবচেয়ে মুক্ত দেশ হিসেবে দক্ষিণ এশিয়ায় ভুটানের পরেই রয়েছে বাংলাদেশ। ভুটানের অর্থনৈতিক স্বাধীনতার সূচক একশোর মধ্যে ৫৪ দশমিক ৪, যা গত বছরও একই ছিলো। তখন বাংলাদেশ অবস্থান ছিলো ১২৩তম।  

বিশ্বের সবচেয়ে স্বাধীন অর্থনীতির দেশ হিসাবে এবার প্রথম অবস্থানে রয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার নগররাষ্ট্র সিঙ্গাপুর। দ্বিতীয় স্থানে আছে সুইজারল্যান্ড। আর এরপরই রয়েছে আয়ারল্যান্ড, তাইওয়ান ও লুক্সেমবার্গ।  

হেরিটেজ ফাউন্ডেশনের প্রতিবেদনে বলা হয়েছে, অর্থনৈতিক স্বাধীনতার পক্ষের অন্তর্নিহিত ধারণা হচ্ছে, ব্যক্তির নিজস্ব চাহিদা ও আকাঙ্ক্ষাগুলো সম্পর্কে ভালোভাবে জানা। পাশাপাশি তাদের নিজস্ব জীবনধারা; যা সরকার বা টেকনোক্র্যাট অভিজাতদের বদলে ব্যক্তির নিজস্ব দর্শন ও অগ্রাধিকারে পরিচালিত হয়। 

বাংলাদেশের অর্থনীতি ২০১০ সাল থেকে ধারাবাহিকভাবে ‘বেশিরভাগ অবাধ’ হিসাবে বিবেচিত হয়েছে হেরিটেজ ফাউন্ডেশনের কাছে

এইচআ/  


বাংলাদেশ হেরিটেজ ফাউন্ডেশন অর্থনৈতিক স্বাধীনতা সূচক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন