ফাইল ছবি (সংগৃহীত)
সাতক্ষীরায় এক-দেড় মাসের ব্যবধানে জিরার দাম কেজিতে ১৫০-২০০ টাকা পর্যন্ত কমেছে। ব্যবসায়ীরা বলছেন, ভোমরা বন্দর দিয়ে আমদানি বেড়ে যাওয়ায় দাম কমতে শুরু করেছে মসলা পণ্যটির।
রবিবার (১৮ই ফেব্রুয়ারি) সাতক্ষীরা জেলা শহরের অন্যতম মসলা বাজার সুলতানপুর বড় বাজার ঘুরে এ তথ্য জানা গেছে।
ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব বিভাগ থেকে জানা গেছে, চলতি অর্থবছরের প্রথম সাত মাস অর্থাৎ জুলাই-জানুয়ারি পর্যন্ত এ বন্দর দিয়ে জিরা আমদানি হয়েছে ৩ হাজার ৯৭৭ টন, যা গত অর্থবছরের প্রথম সাত মাসের তুলনায় প্রায় তিনগুণ বেশি। আমদানীকৃত এসব জিরার মূল্য ৩৬ কোটি ৯৪ লাখ টাকা। অন্যদিকে গত অর্থবছরের একই সময় আমদানি হয়েছিল ১ হাজার ৩৮০ টন, যার আমদানি মূল্য ছিল ২৫ কোটি ৫৮ লাখ টাকা। সে হিসেবে অর্থবছরের প্রথম সাত মাসে জিরা আমদানি বেড়েছে ২ হাজার ৫৯৭ টন। সুলতানপুর বড় বাজারে গতকাল আমদানীকৃত জিরা বিক্রি হয়েছে প্রতি কেজি ১ হাজার থেকে ১ হাজার ৫০ টাকা দরে। এক মাস আগে দাম ছিল কেজিপ্রতি ১ হাজার ২০০ টাকা।
ওআ/