শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৫০ এমপি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪৭ অপরাহ্ন, ২৮শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত ৫০ জন সংসদ সদস্য (এমপি) শপথগ্রহণ করেছেন। প্রথমে আওয়ামী লীগের ৪৮ জন এমপিকে শপথ বাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। পরে জাতীয় পার্টির দুজন এমপিকে শপথ বাক্য পাঠ করান তিনি

বুধবার (২৮শে ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় সংসদ ভবনের শপথ কক্ষে এই শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন। 

এর আগে মঙ্গলবার (২৭শে ফেব্রুয়ারি) সংসদ সচিবালয়ের পরিচালক (যুগ্ম-সচিব) গণসংযোগ মো. তারিক মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ শপথ গ্রহণের তথ্য জানানো হয়। দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৫০ জন এমপিকে নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ দিন গেজেট প্রকাশ করা হয়েছে।

এসকে/ আই.কে.জে/ 


সংরক্ষিত নারী আসন শপথগ্রহণ

খবরটি শেয়ার করুন