মঙ্গলবার, ১৩ই জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চট্টগ্রাম বন্দরে চাকরি পেলেন ৯ জুলাই যোদ্ধা *** যে ইস্যুতে সেনাপ্রধানের হস্তক্ষেপ চায় বিএনপি *** ‘সাংবাদিকদের স্নাতক হওয়ার বাধ্যবাধকতায় সাংবিধানিক অধিকার খর্ব হবে’ *** বাম ও মধ্যপন্থী মতাদর্শের তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম আসছে *** শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করল পিবিআই *** বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান *** ইরানের সরকার স্বীকার করল নিহত ২০০০—বেসরকারি সূত্রমতে ১২০০০ *** প্রবাসীদের সুখবর দিলেন উপদেষ্টা আসিফ নজরুল *** শিক্ষার্থীদের চাকরি সৃষ্টিকারী হিসেবে গড়ে তুলতে হবে: প্রধান উপদেষ্টা *** দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

বলিউডে অভিষেক হচ্ছে আমির খানের মা জিনাত হুসেনের

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৫৭ অপরাহ্ন, ৮ই জুন ২০২৫

#

মা জিনাত হুসেনের সঙ্গে আমির খান। ছবি: সংগৃহীত

২০শে জুন মুক্তি পাচ্ছে আমির খানের ‘সিতারে জমিন পার’। এ সিনেমা দিয়ে প্রায় তিন বছর পর বড় পর্দায় ফিরছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। আগেই জানা গিয়েছিল এ সিনেমায় অভিষেক হচ্ছে ১০ জন বিশেষ চাহিদাসম্পন্ন অভিনেতার। 

এবার জানা গেল, সিতারে জমিন পার দিয়ে বলিউডে অভিষেকের অপেক্ষায় আমির খানের মা ৯০ বছর বয়সী জিনাত হুসেন। শুধু তা-ই নয়, এতে দেখা যেতে পারে আমির খানের বোন নিখাত খানকেও।

টাইমস অব ইন্ডিয়াসহ ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী সিতারে জমিন পার সিনেমার পরিচালক আর এস প্রসন্ন আমির খানকে অনুরোধ করেছিলেন জিনাত হুসেনের অভিনয়ের বিষয়ে। এরপর আমির তার মায়ের সঙ্গে কথা বলেছিলেন। 

এ প্রসঙ্গে আমির খান বলেন, আমার মা কখনো শুটিং দেখেননি। কিন্তু যখন সিতারে জমিন পরের শুটিং চলছিল, তখন কীভাবে চলচ্চিত্র তৈরি হয়, তা দেখার ইচ্ছা প্রকাশ করেছিলেন। আমি বললাম, এসো। গাড়ি পাঠিয়ে দিলাম। বোনও এল মাকে নিয়ে যাওয়ার জন্য। মা হুইলচেয়ারে আসেন। ওটা ছিল একটা বিয়ের গানের দৃশ্য। আমাদের শুটিং দেখে খুব খুশি হয়েছিলেন। প্রসন্ন আমার কাছে এসে বলল, স্যার, আপনি যদি কিছু মনে না করেন, তাহলে আম্মিজিকে দৃশ্যে আসার জন্য অনুরোধ করতে পারেন?

পরিচালক প্রসন্নের উত্তরে আমির খান বলেন, ‘আপনি কি পাগল হয়ে গেছেন? আম্মিকে সিনেমায় কাজ করতে বলার সাহস আমার নেই। সে খুব জেদি। সে শুনবে না। আপনার সময় নষ্ট করবেন না।’

নিষেধ করার পরেও পরিচালক বারবার অনুরোধ করছিলেন আমির খানকে। অভিনেতা জানান, এরপর তিনি গিয়ে তার মাকে জিজ্ঞেস করেন, ‘আম্মি, প্রসন্ন অনুরোধ করছেন অতিথি হিসেবে সিনেমায় আপনাকে একটু যোগ দিতে।’ তিনি বললেন, ‘হ্যাঁ, ঠিক আছে। আমি হতবাক হয়ে গেলাম। এভাবেই দু-তিনটি শটের জন্য সিনেমায় হাজির হন তিনি।’

২০০৭ সালে মুক্তি পাওয়া তারে জমিন পার সিনেমার সিকুয়েল সিতারে জমিন পার। তারে জমিন পার সিনেমায় আমির খানকে দেখা গিয়েছিল নিকুম্ব নামের একজন আর্ট শিক্ষকের চরিত্রে। যার সংস্পর্শে পাল্টে গিয়েছিল অমনোযোগী এক শিশুর জীবন। সিকুয়েলে থাকছে ঠিক বিপরীত গল্প।

এতে আমির খান রয়েছেন গুলশান নামের বাস্কেটবল কোচের ভূমিকায়। গুলশান চরিত্রটি তারে জামিন পারের নিকুম্ব চরিত্রের ঠিক উল্টো। চলনে-বলনে বেশ রূঢ়। সবাইকে অপমান করে আনন্দ পান। নিজের স্ত্রী ও মায়ের সঙ্গে ঝগড়া করে প্রতিনিয়ত। সিনিয়র কোচদের মারধর করেন।

একসময় আদালত তাকে শাস্তি হিসেবে বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের বাস্কেটবল কোচের দায়িত্ব দেন। এরপর বদলে যেতে থাকে গুলশানের জীবন। আমির খান প্রোডাকশন থেকে নির্মিত এ সিনেমায় আরও অভিনয় করেছেন জেনেলিয়া ডি সুজা, দারশিল সাফারি, সোনালি কুলকার্নি, ব্রিজেন্দ্র কালা, সুরেশ মেনন প্রমুখ।

এইচ.এস/

আমির খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250