শুক্রবার, ১৭ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২রা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাকসুতে ২৩ পদের মধ্যে ২০টিতেই শিবিরের জয় *** দুই দাবিতে জুলাই সনদ স্বাক্ষরের মঞ্চে অবস্থান ‘জুলাই যোদ্ধাদের’ *** রাকসুতে ভিপি-এজিএসে শিবির, জিএস আধিপত্যবিরোধী ঐক্যের জয় *** রাষ্ট্রীয় উদ্যোগে ছেঁউড়িয়ায় লালন স্মরণোৎসব শুরু হচ্ছে আজ *** জুলাই সনদ স্বাক্ষরের অপেক্ষা *** ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ স্লোগানে উত্তরের মানুষ... *** সব গণমাধ্যমকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের আহ্বান প্রধান উপদেষ্টার *** ‘লং মার্চ টু যমুনা’ স্থগিত, নতুন কর্মসূচি দিলেন শিক্ষকরা *** জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুক্রবারই, বাদ পড়লে পরেও স্বাক্ষর করা যাবে: আলী রীয়াজ *** সাবেক বিএফআইইউ প্রধান শাহীনুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সীমিত পরিসরে চলছে চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের চিকিৎসাসেবা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:০৩ অপরাহ্ন, ৮ই জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

দেশের সবচেয়ে বড় চক্ষু হাসপাতাল জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে সীমিত পরিসরে চলছে চিকিৎসাসেবা। হাসপাতাল কর্তৃপক্ষ আশা করছে, ঈদের ছুটি শেষে রোগীদের ধীরে ধীরে স্বাভাবিক সেবা দেওয়া সম্ভব হবে। তবে কবে নাগাদ হাসপাতালের সেবা পুরোপুরি স্বাভাবিক হবে, তা নিশ্চিত করে বলতে পারছেন না তারা।

আজ রোববার (৮ই জুন) দুপুরের পর রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে গিয়ে দেখা যায়, হাসপাতালটির জরুরি বিভাগ খোলা রয়েছে। সেখানে রোগীদের সেবা দেওয়া হচ্ছে। তবে হাসপাতালটির অন্যান্য সেবা বন্ধ রয়েছে।

সাধারণত ঈদের ছুটিতে জরুরি বিভাগ চালু থাকে। জুলাই অভ্যুত্থানে আহত ব্যক্তিদের সঙ্গে হাসপাতালের কর্মীদের মারামারি ও সংঘর্ষের ঘটনায় গত ২৮শে মে হাসপাতালটি বন্ধ হয়ে যায়। এক সপ্তাহ বন্ধ থাকার পর ৪ঠা জুন জরুরি বিভাগের চিকিৎসাসেবা চালু হয়। ঈদের ছুটিতেও জরুরি বিভাগ সচল রয়েছে।

হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক জানে আলম বলেন, ‘এখন তো ছুটির ভেতরে ইমার্জেন্সি (জরুরি বিভাগের সেবা) চলবে; সব জায়গায় যেভাবে চলছে। আস্তে আস্তে (পুরোপুরি চালু) হবে, অন্যান্য হাসপাতাল যেভাবে চলে, ওইভাবে আমরা যাচ্ছি।’

কবে নাগাদ পুরোদমে সেবা দেওয়া চালু হবে—এমন প্রশ্নের জবাবে জানে আলম বলেন, ‘কোন সময়, সেভাবে বলা যায় না। তবে চলছে তো স্বাভাবিকভাবে যেভাবে চলে। এখন পর্যন্ত আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

এইচ.এস/

চিকিৎসা সেবা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250