সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

যানজট কমাতে চট্টগ্রামে চালু হচ্ছে স্মার্ট পে-পার্কিং

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩২ অপরাহ্ন, ১৯শে জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

নগরীতে যানজট কমাতে শিগগিরই স্মার্ট পে-পার্কিং সিস্টেম চালু করা হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। সম্প্রতি নগরীর টাইগারপাসে সিটি করপোরেশনের কার্যালয়ে চসিক, সিএমপি ও বিআরটিএর মধ্যে ত্রিপক্ষীয় সভায় এ মন্তব্য করেন মেয়র। সভায় ‘বিট্র্যাক সলিউশন’ চট্টগ্রামের আগ্রাবাদে পে-পার্কিং চালুর বিষয়ে পাইলট প্রকল্পের রূপরেখা তুলে ধরে।

মেয়র রেজাউল বলেন, ‘চট্টগ্রামকে ঘিরে প্রধানমন্ত্রী বেশ কিছু বড় প্রকল্প গ্রহণ করায় চট্টগ্রামে গাড়ির সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। ভবিষ্যতের চট্টগ্রামকে ট্রাফিক যানজটমুক্ত করতে হলে প্রযুক্তিভিক্তিক ট্রাফিক ব্যবস্থাপনা চালু করতে হবে।’ 

তিনি বলেন, ‘নগরীতে পার্কিংয়ের পর্যাপ্ত জায়গা না থাকায় অনেকে যত্রতত্র গাড়ি পার্কিং করায় পর্যাপ্ত রাস্তা থাকা সত্ত্বেও নগরীর কিছু পয়েন্টে যানজট তৈরি হচ্ছে। এ সমস্যা সমাধানে দীর্ঘদিন ধরে পে-পার্কিং চালুর পক্ষে জনমত গঠনের চেষ্টা করছি। সংশ্লিষ্ট সবগুলো প্রতিষ্ঠানের মতামতের ভিত্তিতে প্রযুক্তিভিত্তিক পে-পার্কিং চালু করা গেলে নগরীর যানজট অনেকটা কমে আসবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্মার্ট বাংলাদেশ গড়ার পরিকল্পনা গ্রহণ করেছেন তার আলোকে আমরা স্মার্ট পে-পার্কিং সিস্টেম চালু করবো।’

আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা এবং ওয়াসা মোড় থেকে ষোলশহর রেলওয়ে স্টেশন পর্যন্ত আগামী ২৩ জানুয়ারি  চসিক, সিএমপি এবং বিট্র্যাক সলিউশন যৌথভাবে জরিপ চালাবে। এরপর যেকোনো একটি স্থানে প্রাথমিকভাবে পাইলট প্রকল্প চালুর প্রস্তাব ওঠে আসে সভায়।

আরো পড়ুন: জনদুর্ভোগ এড়াতে সংবর্ধনা ছাড়াই চট্টগ্রামে শিক্ষামন্ত্রী

এইচআ/ আই.কে.জে/


চট্টগ্রাম স্মার্ট পে-পার্কিং যানজট চসিক রেজাউল করিম চৌধুরী

খবরটি শেয়ার করুন