বুধবার, ২৮শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পোস্টার থেকে ফেসবুক পেজে, নির্বাচনী প্রচারের চেনা চিত্র বদলে গেছে *** অজিত পাওয়ারকে বহনকারী উড়োজাহাজটি আগেও ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছিল *** অজিত পাওয়ারকে বহনকারী উড়োজাহাজটি ৩৫ মিনিট আকাশে ছিল, অবতরণের আগমুহূর্তে বিধ্বস্ত *** ‘মুকাব’ মেগা প্রকল্প স্থগিত করল সৌদি আরব *** সিইসির সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত *** আমলাতন্ত্র জগদ্দল পাথরের মতো জনগণের বুকে চেপে বসেছে, কিছুই করা যায় না: ফাওজুল কবির খান *** আগামী সপ্তাহে বাংলাদেশের ওপর শুল্ক কমানোর ঘোষণা দিতে পারে যুক্তরাষ্ট্র *** ‘গণমাধ্যমের স্বাধীনতা গণমাধ্যমকর্মীদেরই আদায় করতে হবে’ *** নাসীরুদ্দীন পাটওয়ারী ‘সিম্প্যাথি’ পেতে মিথ্যা বলছেন: মির্জা আব্বাস *** ড্রোন বানাবে বাংলাদেশ বিমানবাহিনী, সহায়তা করবে চীন

বাংলাদেশের মতো এত দ্রুত সিদ্ধান্ত গ্রহণ কোথাও দেখিনি: স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্ট

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:২৬ অপরাহ্ন, ১৮ই জুলাই ২০২৫

#

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন স্পেসএক্স-এর ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার। ছবি: প্রেস উইং

বাংলাদেশে স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংকের কার্যক্রম চালু করতে সরকার যে দক্ষতা ও সমন্বিত প্রচেষ্টা দেখিয়েছে, তা নজিরবিহীন বলে মন্তব্য করেছেন স্পেসএক্স-এর ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার।

আজ শুক্রবার (১৮ই জুলাই) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেন তিনি।

লরেন ড্রেয়ার বলেন, ‘আমরা ১৫০টি দেশ ও অঞ্চলে কাজ করি। কিন্তু কোথাও এত দক্ষতা ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণ দেখিনি। স্পেসএক্সের পক্ষ থেকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা ভবিষ্যতে আপনাদের টিমের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে চাই।’

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বাংলাদেশ সফরের জন্য ড্রেয়ারকে ধন্যবাদ জানান এবং বলেন, ‘এখন বর্ষাকাল। বন্যা ও জলাবদ্ধতার চ্যালেঞ্জও রয়েছে, যেখানে নির্ভরযোগ্য প্রযুক্তি ব্যবহারে সংযোগ বজায় রাখা জরুরি হয়ে পড়ে।’

তিনি বলেন, ‘পার্বত্য এলাকার মতো দুর্গম অঞ্চলে এখনো ভালো স্কুল, শিক্ষক, চিকিৎসকের অভাব রয়েছে। এসব জায়গায় ১০০টি স্কুলে অনলাইন শিক্ষার ব্যবস্থা করা হবে, যা শিক্ষার্থীদের জন্য আশার আলো হয়ে উঠবে।’

ডিজিটাল স্বাস্থ্যসেবা প্রসঙ্গে অধ্যাপক ইউনূস বলেন, ‘আমরা এমন এক ডিজিটাল স্বাস্থ্যসেবা চালু করছি, যেখানে দূরবর্তী এলাকার মানুষ অনলাইনে চিকিৎসা নিতে পারবেন। রোগীদের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য সংরক্ষিত থাকবে, যা ভবিষ্যৎ চিকিৎসায় সহায়ক হবে।’

তিনি আরও বলেন, ‘গর্ভকালীন অনেক নারীকে চিকিৎসকের কাছে যেতে পুরুষ সহচরের প্রয়োজন হয়, যা সব সময় সম্ভব নয়। ডিজিটাল সেবার মাধ্যমে তারা ঘরে বসেই চিকিৎসা নিতে পারবেন।’ প্রধান উপদেষ্টা আরও যোগ করেন, ‘অনেক প্রবাসী বিদেশে ভাষাগত সমস্যার কারণে চিকিৎসা নিতে দ্বিধা বোধ করেন। এখন তারা অনলাইনে বাংলাদেশি চিকিৎসকদের পরামর্শ নিতে পারবেন।’

ড্রেয়ার প্রধান উপদেষ্টার বক্তব্যের পরিপ্রেক্ষিতে বলেন, ‘আপনি যেটা করছেন, তা অন্যদের জন্য অনুকরণীয় হতে পারে। আপনি যদি নিজ দেশে পারেন, তাহলে অন্যরাও পারবে।’

ড. মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা স্টারলিংক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250