সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

২০ লাখ টাকা পেলেন নিহত চুয়েটের দুই শিক্ষার্থীর পরিবার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৪১ অপরাহ্ন, ১৩ই জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নিহত দুই শিক্ষার্থীর পরিবারের কাছে ২০ লাখ টাকা সহায়তা দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (১৩ই জুন) চট্টগ্রাম সার্কিট হাউসে নিহত দুজন ছাত্র এবং আহত ছাত্র ও তার অনুকূলে মঞ্জুরিকৃত অর্থের চেক হস্তান্তর, আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে চেক হস্তান্তর করা হয়। এসময় আহত শিক্ষার্থী পেয়েছেন দুই লাখ টাকা।

জানা গেছে, চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সহযোগিতায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের পক্ষে ৫ লাখ টাকা করে মোট ১০ লাখ টাকা দিয়েছেন। আহত শিক্ষার্থীর জন্য ১ লাখ টাকা দিয়েছেন। 

আরো পড়ুন: শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা ও হত্যার দায়ে শিক্ষকের মৃত্যুদণ্ড 

নিহত দুই শিক্ষার্থীর পরিবারকে চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে ৩ লাখ টাকা করে মোট ছয় লাখ টাকা প্রদান করা হয়েছে। চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক সমিতি নিহত শিক্ষার্থীদের দুই লাখ টাকা করে মোট ৪ লাখ ও আহত শিক্ষার্থীকে ১ লাখ টাকা দিয়েছেন।

চেক হস্তান্তর অনুষ্ঠানে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ রফিকুল আলম গণমাধ্যমকে বলেন, চট্টগ্রাম জেলা প্রশাসক ছাত্রদের দাবিগুলো পূরণের অঙ্গিকার করেছিলেন। তিনি কথা রেখেছেন। বৃহস্পতিবার তাদের আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়েছে। যদিও আমাদের যে ক্ষতি হয়েছে তা কখনোই পূরণ হওয়ার নয়।

জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান গণমাধ্যমকে বলেন, শিক্ষার্থীদের পক্ষ থেকে এই সড়ক প্রশস্তকরণ, নিহতদের ক্ষতিপূরণ, নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর দাবি ছিল। আগামী দুই মাসের মধ্যে চুয়েটের সড়কটি প্রশস্তকরণ করা হবে। নিহত দুই শিক্ষার্থী শান্ত সাহা ও তৌফিকুর রহমান নামে এই সড়কের নামকরণ করার বিষয়ে আমরা সড়ক ও মহাসড়ক বিভাগকে প্রস্তাবনা পাঠাবো।

উল্লেখ্য, গত ২২শে এপ্রিল বেলা সাড়ে ৩টার দিকে মোটরসাইকেলে ঘুরতে বের হয়ে বাসের ধাক্কায় প্রাণ হারান চুয়েট পুরকৌশল বিভাগের দুই শিক্ষার্থী। 

এইচআ/ 

চুয়েট ক্ষতিপূরণ

খবরটি শেয়ার করুন