ছবি: সংগৃহীত
ভারতের কিংবদন্তি অভিনেত্রা শাহরুখ খান। বলিউড এই সুপারস্টার গত কয়েক বছর ধরে কোনও অনুষ্ঠান ছাড়া প্রকাশ্যে খুব একটা আসেন না। সার্বক্ষণিক নিরাপত্তা বলয়ে থাকেন।
সম্প্রতি এক সন্ধ্যায় দিল্লিতে শাহরুখ খানের গাড়িকে ধাওয়া করেন কয়েকজন তরুণ-তরুণীদের বহনকারা অটো। তাদের ধাওয়ায় ভয় পেয়ে যান মুম্বাইয়ের মহা তারকা।
ভাইরাল হওয়া একটি ভিডিওতে শোনা যায় অটোচালককে তরুণীরা বলছেন, ‘গাড়িটার পাশ দিয়ে চলুন।’ আমি ‘শাহরুখকে একবার হাই বলব’। আমি আর কারও জন্য এটা করি না। শুধু ওর জন্যিএটা করছি।’
সেই ভিডিওটি সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করে লেখেন তরুণী লিখেন, ‘আমিই তোমার ‘জবর ফ্যান’।
শেষ পর্যন্ত তাদের ইচ্ছা পূরণ হয়েছে কি না সেটা জানা যায়নি।
জে.এস/
খবরটি শেয়ার করুন