ছবি: সংগৃহীত
চলতি বছর দেশের বিভিন্ন স্থানে নানা প্রজাতির ২৪ হাজার বৃক্ষ রোপন করবেন ৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশনের সদস্যরা। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বুধবার (৫ই জুন) রাজধানীর সরকারি তিতুমীর কলেজ চত্বরে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
পরবর্তীতে ধাপে ধাপে দেশের বিভিন্ন স্থানে কর্মরত ৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশসনের সদস্যরা গাছ লাগাবেন বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এছাড়াও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ ফেরদৌস আরা বেগম।
এতে সভাপতিত্ব করেন ৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল্লাহ আল হাদী।
আয়োজন সম্পর্কে আব্দুল্লাহ আল হাদী বলেন, বৃক্ষরোপণের এমন কর্মসূচি এই প্রথম নয়। আমরা বিগত দিনে সারাদেশে নিজ নিজ কর্মস্থলে সহকর্মীরা বৃক্ষরোপণ করেছেন। শুধু বৃক্ষরোপণ করেই দায়িত্ব শেষ না করে আমাদের সদস্যরা এর পরিচর্যাও করেন। এ বছর আমাদের ইচ্ছা দেশের ৩৭ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে এই বৃক্ষরোপণ অভিযান ছড়িয়ে দেওয়ার। গাছ লাগানোর মধ্য দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে সকল ছাত্র শিক্ষকদের মধ্যে একটু শান্তির বার্তা নিয়ে আসা যা সমাজকে বহুগুণে সমৃদ্ধ করবে।
আরো পড়ুন: ‘২৯শে জুন থেকে সব কোচিং সেন্টার বন্ধ’
তিনি জানান, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে প্রতিষ্ঠার পর থেকে সংগঠনের পক্ষ থেকে পেশাগত কাজের বাইরেও সামাজিক নানা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এই কাজগুলো ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আব্দুল্লাহ আল হাদী জানান ৩১তম বিসিএস ক্যাডার এসোসিয়েশন সম্প্রতি যশোরে খনন করা কপোতাক্ষ নদের দু পাশে আট কিলোমিটার জায়গাজুড়ে বৃক্ষরোপণ করবে।
এসময় আয়োজক সংগঠনের সদস্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মো. জাহাঙ্গীর আলম, হাসান আব্দুল্লা তৌহীদ, আরিফুল ইসলাম, সবুজ হাওলাদার, মৃত্যুন্জয় দে সজল, কবির জুয়েল, রাজীব কুমার, নাজমা পারভীন, কাউসাইন মোবাশ্বর, ডা. মহিউদ্দিন, রাকিবুল হাফিজ, মুকিব মিয়া, মেহেদী ফয়সাল প্রমুখ।
এসি আই.কে.জে/
খবরটি শেয়ার করুন