ফাইল ছবি
সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে মেট্রোরেল চলাচল করুক, নগরবাসীর এই দাবি দীর্ঘদিনের। অবশেষে সেই দাবি পূরণ হলো। উদ্বোধনের পর আজ (২০শে সেপ্টেম্বর) প্রথমবারের মতো শুক্রবার চলছে মেট্রো। এতে দারুণ খুশি যাত্রীরা।
এদিন বিকেল সাড়ে ৩টায় উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে ছেড়ে যায় মেট্রোরেল। আর এর মাধ্যমে এখন থেকে সপ্তাহের সাত দিনই চলাচল করবে মেট্রো।
বিষয়টি নিশ্চিত করে মেট্রোরেল পরিচালনা কর্তৃপক্ষ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের পরিচালক (অপারেশন) নাসির উদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, বিকেল সাড়ে ৩টায় উত্তরা প্রান্ত থেকে মেট্রোসেবা চালু করেছি।
এদিকে, শুক্রবার প্রথমবারের মতো মেট্রোরেলে চড়তে পেরে খুশি যাত্রীরা। ছুটির দিন হওয়ায় স্টেশনগুলোতে বেশ ভিড় দেখা গেছে। একইসঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘর্ষে ক্ষতিগ্রস্ত কাজীপাড়া স্টেশন এদিন চালু হওয়ায় অনেক যাত্রী কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
ওআ/