মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক *** সংসদে সংরক্ষিত আসন চায় দলিত সম্প্রদায় *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নরেন্দ্র মোদির শোক *** সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর শোক *** হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার অনুরোধ প্রধান উপদেষ্টার *** নিরীহদের হয়রানি না করতে অনুরোধ গোপালগঞ্জ জেলা বিএনপির *** পাইলট বিমানটিকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর *** বিসিবির সিদ্ধান্ত বদল, স্টেডিয়ামে খাবার নিয়ে ঢুকতে মানা *** বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য বাঁচলেন অভিনেত্রী সানা

প্রশ্নের মুখে পুলিশ

সাইফের ওপর হামলা: ফিঙ্গারপ্রিন্ট রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩২ পূর্বাহ্ন, ২৭শে জানুয়ারী ২০২৫

#

ছবি- সংগৃহীত

সাইফ আলি খান ও কারিনা কাপুরের বাড়ি থেকে হামলাকারীর যে ১৯টি ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে; পরীক্ষা করে দেখা গেছে, সেগুলোর সঙ্গে আটক শরিফুলের আঙুলের ছাপের কোনো মিল নেই। মহারাষ্ট্র সিআইডির ‘ফিঙ্গারপ্রিন্ট’ বিভাগের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। 

রোববার (২৬শে জানুয়ারি) এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে ভারতীয় গণমাধ্যম মিড ডে, সংবাদ প্রতিদিন।

জানা গেছে, আটক শরিফুল ইসলামের ১০টি আঙুলের ছাপও পাঠানো হয়েছিল। মহারাষ্ট্র সিআইডির ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞরা যে রিপোর্ট প্রকাশ করেছেন, তাতে রীতিমতো চমকপ্রদ তথ্য এসেছে। তাতে বলা হয়েছে, সাইফ আলি খানের বাড়ি থেকে পাওয়া ১৯টি নমুনার একটিও মিলছে না শরিফুলের সঙ্গে।

তাহলে সেগুলো কার? এ নিয়ে নতুন করে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রশ্ন উঠেছে, আটক শরিফুল কি আদৌ সাইফ-কারিনার বাসায় গিয়েছিলেন? তিনিই কি সাইফের ওপর হামলা করেছেন?

এদিকে, ছুরিকাঘাতের পর প্রথমবারের মতো কড়া নিরাপত্তায় বাইরে বের হতে দেখা গেছে বলিউড তারকা সাইফ আলি খানকে। সঙ্গে ছিলেন তার স্ত্রী বলিউড অভিনেত্রী কারিনা কাপুর।

মিড ডে জানায়, পতৌদির নবাবের পরনে ছিল নীল টিশার্ট ও ডেনিম প্যান্ট। অন্যদিকে, কাপুর পরিবারের মেয়ের পরনে ছিল ধূসর সোয়েটশার্ট ও কালো ব্যাগি ট্রাউজার্স। মাথায় পরেছিলেন স্পোর্টস ক্যাপ।

দুজনকে ঘিরে ছিল কড়া নিরাপত্তা। দেশটির গণমাধ্যমের খবর অনুযায়ী, ওই ছুরিকাঘাতের ঘটনার পর এই দম্পতিকে অস্থায়ী পুলিশ সুরক্ষা দেওয়া হচ্ছে। এর আগে, চলমান তদন্তের অংশ হিসেবে সাইফ আলি খানের রক্তের নমুনা ও কাপড় সংগ্রহ করেছে মুম্বাই পুলিশ।

প্রসঙ্গত, গত ১৬ই জানুয়ারি গভীর রাতে সাইফ আলি খানের বাড়ির ভেতরে ঢুকে ধারালো ছুরি দিয়ে হামলা চালায় এক দুর্বৃত্ত। এতে গুরুতর আহত হন বলিউডের ‘নবাব’। ভোররাতে তাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে রক্তাক্ত অবস্থায় ভর্তি করা হয়।

এরপর প্রাথমিকভাবে চারজনকে আটক করেছিল মুম্বাই পুলিশ। একেবারে প্রথমে যাকে আটক করা হয়, তখনই ছেড়ে দেয়া হয় তাকে। এছাড়া, মধ্যপ্রদেশ থেকে দুজনকে আটক করা হয়। সবশেষ শরিফুল ইসলাম নামে বাংলাদেশি এক তরুণকে আটক করে পুলিশ।

এ ঘটনার পর শরিফুলের বাবা বারবার বলে আসছিলেন, সাইফের বাড়িতে সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া হামলাকারীর সঙ্গে শরিফুলের চেহারার মিল নেই। ছবির ওই ব্যক্তি তার সন্তান নন।

আই.কে.জে/ 

সাইফের ওপর হামলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন