বুধবার, ২রা এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে নতুন বাংলাদেশে উগ্রবাদ উত্থানের প্রসঙ্গে যা বলা হয়েছে *** নিউইয়র্ক টাইমসের আলোচিত নিবন্ধ নিয়ে যা বলছে সরকার *** সবাই মিলে ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে: খালেদা জিয়া *** শুল্ক নিয়ে কাল কী ঘোষণা দিতে যাচ্ছেন ট্রাম্প *** চীন সফরে সেভেন সিস্টার্স নিয়ে ড. ইউনূসের বক্তব্যে যা হচ্ছে ভারতে *** তাপপ্রবাহের মধ্যে দেশজুড়ে বৃষ্টির কথা জানাল আবহাওয়া অধিদপ্তর *** প্রধান উপদেষ্টাকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শাহবাজ শরিফের ফোন *** অধ্যাপক ইউনূসকে নরেন্দ্র মোদির ঈদের শুভেচ্ছা *** দেশে এখন শান্তি ফিরিয়ে আনা জরুরি: প্রধান উপদেষ্টা *** এনসিপির সঙ্গে কাজ করার ইঙ্গিত বিএনপির!

কবিতা : পোষা কষ্ট —শাহিনুর রহমান

সাহিত্য ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:২০ অপরাহ্ন, ১৭ই নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

পোষা কষ্ট

শাহিনুর রহমান

কিছু কষ্ট থাক না জীবনে, 

পোষা পাখির মতো করে!

হয়তো কোনও এক ভরা বরষায়;

আনমনা বিকেলে একাকি বারান্দায়,

এক কাপ কফি হাতে,

নাড়া দিবে সীমাহীন শূন্যতায়!

কিংবা কোনও এক জোছনা ঝরা রাতে

কয়েক টুকরো কাঠের খড়িতে;

আগুনের শিখা হয়ে ধরা দিবে,

নিঃসঙ্গ কবিতায়!


কিছু কষ্ট থাক না জীবনে,

বাধাই করা ছবির মতো অন্তঃকক্ষের দেয়ালে!

কোনও এক নিঘুম নিঃশব্দ নিশীতে!

ভেসে আসুক মেঠো সুর হয়ে,

রাখালের হৃদয় কাড়া বাঁশিতে!

কিংবা স্নিগ্ধ ভোরে শিউলি তলা ফুল কুড়ানো-

কোনও এক ষোড়শী কন্যার পায়ের নুপূরের ধ্বনি হয়ে!


কিছু কষ্ট থাক না জীবনে

পূর্বপুরুষের স্মৃতি হয়ে!

তোলা থাক ইস্পাতের সিন্ধুকে

নোলক টিকলী অথবা বিছায়!

কিংবা পাটের শাড়ি হয়ে-

যেখানে লেগে আছে মায়ের, দাদীর

কিংবা তারও পূর্বের কোনও বৃদ্ধার শরীরের ঘ্রাণ!


কিছু কষ্ট থাক না জীবনে

দুঃস্বপ্নের মতো তাড়া করুক পিছে!

কোনও এক বিভৎস ঝড়োরাতে-

বিকট শব্দের বিজলী হয়ে!

কিংবা কোনও এক শঙ্কিত লক্ষ্মীপেঁচার প্রাণ হয়ে

আশ্রয় পাবে বারান্দায়!


কিছু কষ্ট থাক না জীবনে

শুধুমাত্র তোমার স্মৃতি হয়ে! 

কোনও এক গ্রীষ্মের ছুটিতে

নাতি-পুতিদের আড্ডায়

রূপকথা অথবা কল্প কাহিনী হয়ে!

কিংবা জীবনের অন্তিম প্রান্তে,

মুমূর্ষু অবস্থায় বাড়িতে,

অথবা হাসপাতালের বেডে,

প্রিয়জনদের চোখের পানি হয়ে!

এস/ আই.কে.জে/

কবিতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন