শনিবার, ৬ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগ ও শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে: সালাহউদ্দিন আহমদ *** ভারতকে ‘নিরবচ্ছিন্নভাবে’ জ্বালানি তেল সরবরাহ করবে রাশিয়া: পুতিন *** আড়াই ঘন্টা বাইরে থেকে খাঁচায় ফিরল সিংহী ডেইজি *** ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার কোনো কারণ দেখছেন না তিনি *** খালেদা জিয়ার জন্য জার্মানি থেকে এয়ার অ্যাম্বুল্যান্স পাঠাচ্ছে কাতার *** প্রধান উপদেষ্টা ও আইন উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা মাহফুজ আনামের *** প্রসাধনী শিল্পে ব্যবহৃত তেলের জন্য হাঙর শিকার, বিলুপ্তি ঠেকাতে বৈশ্বিক উদ্যোগ *** শেখ হাসিনাকে ফেরতের ব্যাপারে এখনো ইতিবাচক সাড়া দেয়নি ভারত: পররাষ্ট্র উপদেষ্টা *** ‘তারেক রহমান যাকে ইচ্ছা তাকে প্রধান উপদেষ্টা বানাতে পারতেন’ *** শারীরিক অবস্থা ঠিক থাকলে রোববার খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে

এবার মানুষের মনের কথা বুঝে ফেলবে এআই রোবট!

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৫৪ অপরাহ্ন, ২৯শে ডিসেম্বর ২০২৪

#

প্রতীকী ছবি

প্রত্যেক দিনই কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স-এআই প্রযুক্তির মানোন্নয়ন হচ্ছে। এআই প্রযুক্তির হাত ধরে রোবোটিক্স প্রযুক্তিতে তৈরি হয়েছে অপার সম্ভাবনা। বিভিন্ন ক্ষেত্রে রোবটের ব্যবহার বাড়ছে। পাশাপাশি, বিজ্ঞানীরা প্রতিনিয়ত এমন রোবট তৈরির চেষ্টা করছেন যা মানুষের সঙ্গী হবে।

এই রোবটিক্স প্রযুক্তির ক্ষেত্রে এবার এক অভাবনীয় উদ্ভাবন করেছেন বিজ্ঞানীরা। তারা দাবি করেছেন, ভবিষ্যতে তৈরি হওয়া রোবট মানুষের আবেগ বুঝতে পারবে। মানুষের ত্বক স্পর্শ করেই আবেগ শনাক্ত করতে পারবে। গবেষণাপত্রটি বিজ্ঞানভিত্তিক গবেষণাপত্রের অন্যতম উন্মুক্ত অনলাই প্ল্যাটফরম 'ইনস্টিটিউট অব ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অ্যাক্সেস' (IEEE Access) জার্নালে প্রকাশিত হয়েছে।

বিজ্ঞানীদের মতে, ফেসিয়াল রিকগনিশন সিস্টেম (চেহারা শনাক্তকরণ পদ্ধতি) এবং স্পিচ অ্যানালাইসিস সিস্টেমের (কথোপকথন শনাক্তকরণ পদ্ধতি) মতো চিরাচরিত আবেগ চিহ্নিতকরণ পদ্ধতিতে অনেক ত্রুটি আছে। সে কারণে, গবেষকরা একজন ব্যক্তির আবেগ বোঝার জন্য ত্বকের সঞ্চালন বা স্কিন কন্ডাক্ট্যান্স (Skin conductance) বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষানিরীক্ষা চালিয়েছেন। এই পরীক্ষায় ত্বক কতটা ভালো ভাবে বিদ্যুৎ সঞ্চালন করতে পারে তার পরিমাপ করা হয়। এটি সাধারণত ঘাম নিঃসরণ এবং স্নায়বিক কার্যকলাপের প্রতিক্রিয়ায় পরিবর্তিত হয়, যা মানুষের বিভিন্ন মানসিক অবস্থাকে প্রতিফলিত করে।

এজন্য বিজ্ঞানীরা ৩৩ জনের ওপর গবেষণা চালান। তাদের আবেগ-উদ্দীপক ভিডিও দেখানো হয় ও সে সময় তাদের ত্বকে বৈদ্যুতিক সঞ্চালন পরিমাপ করা হয়। গবেষণায় বিভিন্ন আবেগের জন্য বিভিন্ন প্যাটার্ন লক্ষ করা যায়। এর মধ্যে ভয়ের অনুভূতি সবচেয়ে বেশি সময় ধরে থাকতে দেখা গেছে। একই সময়ে, পারিবারিক বন্ধনের আবেগ, সুখ-দুঃখের মিশ্র অনুভূতির জন্য ধীর প্রতিক্রিয়া দেখা গেছে। অন্য দিকে, হাস্যকর ভিডিওগুলি দেখার পর দ্রুত বিবর্ণ প্রতিক্রিয়া লক্ষ করা গেছে।

বিজ্ঞানীরা আশা করছেন, শিগগিরই শক্তিশালী এমন প্রযুক্তি তৈরি করা সম্ভব হবে যা শারীরবৃত্তীয় সংকেতসহ বিভিন্ন আবেগ-অনুভূতি সঠিকভাবে প্রকাশ করতে সক্ষম হবে। এবং সে প্রযুক্তি ব্যবহার করে রোবট তৈরি করা হবে যে মানুষের দৈনন্দিন কাজে সহযোগিতা করার পাশাপাশি মানুষের সুখ-দুঃখের অংশীদার হবে। পাশাপাশি মানুষের মানসিক অস্থিরতায় বন্ধুর মতো পাশে থাকবে, মানসিক স্বান্তনা দেবে, সাহস জোগাবে।

তবে এ প্রযুক্তি সফল হলে কিছু সমস্যাও রয়েছে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিজ্ঞানীরা। অতিরিক্ত সংবেদনশীলতার কারণে রোবট যদি মানুষের মতো আচরণ করা শুরু করে তবে ভিন্ন ঘটনাও ঘটতে পারে, যা মানুষের জন্য ক্ষেত্র বিশেষে বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়াতে পারে। এ সম্ভাবনাও তাই একেবারে উড়িয়ে দিচ্ছেন না প্রযুক্তি বিশেষজ্ঞরা। কারণ ইতোমধ্যেই এআই এর অতি সক্ষমতা নিয়ে বেশ বিপাকে রয়েছেন প্রযুক্তি বিশারদরা। তাই নতুন কোনো উদ্ভাবন যেন মানব সভ্যতার জন্য হুমকি হয়ে না দাঁড়ায় এমনটাই প্রত্যাশা বিজ্ঞানীদের।

ওআ/কেবি

এআই রোবট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250