শনিবার, ৩০শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ঢামেকে এক ঘণ্টা অবরুদ্ধ আসিফ নজরুল, বেরোলেন বাগান গেট দিয়ে *** কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য *** আসিফ নজরুলকে 'ভণ্ডামি বাদ দিতে' বললেন হাসনাত আবদুল্লাহ *** অনলাইনে মিথ্যা তথ্য দিয়ে পণ্য বিক্রি করলে জেল ও জরিমানা *** মুরগি খাওয়া রোধে পাতা ফাঁদে ধরা পড়ল মেছো বাঘ *** আর্জেন্টিনার হয়ে মেসির সময় তাহলে ফুরিয়ে এল *** লতিফ সিদ্দিকী যা বললেন আদালতে *** ভারতে ইসলাম থাকবে, মানিয়ে নিতে শিখুন: আরএসএস প্রধান *** আটকের ১২ ঘণ্টা পর মামলা লতিফ সিদ্দিকী, শিক্ষক কার্জনসহ ১৬ জন কারাগারে *** নির্বাচনী কর্মকর্তাদের জুতার মালা ও জেলের কথা মনে করিয়ে দিলেন ইসি

শুনে শুনে পুরো কোরআন মুখস্থ করলেন দৃষ্টিশক্তিহীন হামিদুল্লাহ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৯ অপরাহ্ন, ১৪ই জানুয়ারী ২০২৫

#

ছবি : সংগৃহীত

দৃষ্টিশক্তিহীন হামিদুল্লাহর বয়স ১৫। জন্মের পর থেকেই শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে বেড়ে ওঠা তার। তবে এসব তার জীবনে লক্ষ্য অর্জনে বাধা হতে পারেনি। অদম্য ইচ্ছা ও শিক্ষকদের আন্তরিকতায় শুনে শুনে ৩০ পারা কোরআন মুখস্থ করেছেন মাত্র দুই বছরে।

হামিদুল্লাহ ফেনী সদর উপজেলার ছনুয়া ইউনিয়নের কাজীরদিঘি এলাকার মাওলানা নূর নবী শরীফের ছেলে। তিনি ফেনী শহরতলীর কালিপাল এলাকার তাহসীনুল কুরআন হিফজ মাদরাসার ছাত্র। 

জানা গেছে, ছোটবেলা থেকে শিক্ষক বাবা মাওলানা নূর নবী শরীফের কাছে আরবি শিক্ষার হাতেখড়ি তার। বাবার সঙ্গে থেকে কোরআন পড়ায় দীক্ষা নেন হামিদুল্লাহ। পরে সন্তানকে কোরআনের হাফেজ বানানোর ইচ্ছায় মাদরাসায় ভর্তি করিয়ে দেন তার বাবা। গত বছরের ১৯শে সেপ্টেম্বর হামিদুল্লাহর সর্বশেষ সবক অনুষ্ঠান শেষ হয়।

আরো পড়ুন : শীতের মৌসুমে জনপ্রিয়তা বেড়েছে কালো ভাপা পিঠার!

নিজের অনুভূতি ব্যক্ত করে হামিদুল্লাহ দেশের একটি গণমাধ্যমকে বলেন, বাবার অনুপ্রেরণায় আজ আমার এ সফলতা। মাদরাসায় সবসময় শিক্ষক-সহপাঠীরা সহযোগিতা করেছেন। সকলের প্রচেষ্টায় আল্লাহর রহমতে দুই বছরে হাফেজ হতে পেরেছি। আগামীর পথচলায় সকলের দোয়া কামনা করি। আমি বড় একজন আলেম হতে চাই। 

আবদুল্লাহ নামে তার এক সহপাঠী বলেন, আমরা চোখে দেখে কোরআন মুখস্থ করলেও তিনি (হামিদুল্লাহ) না দেখেই হাফেজ হয়েছেন। এটি আমাদের জন্য বড় অনুপ্রেরণা। তার পেছনে মাদরাসার হুজুরদের অনেক পরিশ্রম রয়েছে।

এ ব্যাপারে মাদরাসার পরিচালক হাফেজ ক্বারি মো. আরিফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, অন্যান্য শিক্ষার্থীদের চেয়ে হামিদুল্লাহর ইচ্ছাশক্তি বেশি। অন্যরা সহযোগিতা করতে চাইলেও সে সবসময় নিজের কাজটি নিজে করার চেষ্টা করে। পড়াশোনায়ও অন্য ছাত্রদের চেয়ে তার মধ্যে মনোযোগ ও চেষ্টা বেশি দেখেছি। এজন্যই অল্প সময়ের মধ্যে কোরআন মুখস্থ করতে পেরেছে। তার পাশে দাঁড়াতে পেরে আমাদের এ প্রতিষ্ঠান গর্বিত। 

এস/ আই.কে.জে/

কোরআন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন