শনিবার, ১১ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘কারা লুঙ্গি তুলে চেক করে মানুষ মেরেছে, তা সবারই জানা’ *** শান্তিতে নোবেলজয়ী মারিয়া মাচাদোকে অভিনন্দন জানালেন ড. ইউনূস *** শনিবার ভোরে দেশে ফিরছেন শহিদুল আলম *** ইসরায়েল থেকে মুক্ত শহিদুল আলম এখন তুরস্কে *** স্বামী নিখোঁজের পর দেবরের সঙ্গে বিয়ে, পরের দিনই হাজির স্বামী! *** সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর শরৎ উৎসব স্থগিত নিয়ে যা জানাল চারুকলা অনুষদ *** গাজায় যুদ্ধবিরতি ‘কার্যকর’, নিজ এলাকায় ফিরছেন ফিলিস্তিনিরা, সরছেন ইসরায়েলি সেনারা *** ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় যা বলছে হোয়াইট হাউস *** তালেবানের সঙ্গে বৈঠকের পর কাবুলে পূর্ণাঙ্গ দূতাবাস চালুর ঘোষণা দিল্লির *** গুমের ঘটনায় ২৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ন্যায়বিচারের পথে অগ্রগতি: এইচআরডব্লিউ

নির্মাতার বিরুদ্ধে যে অভিযোগ জানিয়ে সিনেমা ছাড়ার ঘোষণা রাজ রিপার

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:১১ পূর্বাহ্ন, ৩রা সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

অনেক স্বপ্ন নিয়ে মিডিয়ায় পথচলা শুরু করেছিলেন রাজ রিপা। তবে সেই স্বপ্ন এখন তার কাছে শুধুই দুঃস্বপ্ন। তার দাবি, সিনেমায় অভিনয় করতে এসে তিনি ভয়াবহভাবে ঠকেছেন। এখন তিনি সব ছেড়ে সিনেমাকে বিদায় বলতে চান। পরিচালক ইফতেখার চৌধুরীর বিরুদ্ধেই যত অভিযোগ রাজ রিপার।

ফেসবুকের এক পোস্টে রাজ রিপা জানিয়েছেন, ‘খোঁজ: দ্য সার্চ’, ‘দেহরক্ষী’, ‘অগ্নি’, ‘রাজত্ব’সহ অনেক সিনেমার পরিচালক ইফতেখার চৌধুরীর ‘মুক্তি’ সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। তবে পরিচালকের টালবাহানায় পাঁচ বছর ধরে আটকে আছে সিনেমাটি। এতে রাজ রিপার অর্থ ও সময় দুটোই নষ্ট হয়েছে।

ফেসবুকে রাজ রিপা লিখেছেন, ‘খুব দ্রুত সবাইকে ছেড়ে চলে যাব, এই ইন্ডাস্ট্রি আমার মতো বোকা মানুষের জন্য না। একা একা ৭ বছরের পথ পাড়ি দিয়েছি। ভালো-মন্দ সব দেখেই সিদ্ধান্ত নিলাম। …কিন্তু পাওনাদার হিসেবে পরিচালক ইফতেখার চৌধুরীর কাছে কিছু হিসাব বাকি আছে। ৪ বছর ধরে আমার পরিশ্রমের প্রজেক্ট “মুক্তি” সিনেমা নিয়ে যে মানসিক যন্ত্রণা পেয়েছি, আমার জায়গায় অন্য মেয়ে হলে সুইসাইড ছাড়া কিছু ভাবত না।… আমাকে নায়িকা বানানোর স্বপ্ন দেখিয়ে শুধু নিজের আখের গুছিয়ে গেলেন, আমার জন্য কিছুই করলেন না।’

ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদমাধ্যমে রাজ রিপা বলেন, ‘ইফতেখার চৌধুরী আশ্বাস দিয়েছিলেন, মুক্তি সিনেমার মাধ্যমে আমাকে সবার সামনে প্রমাণ করাবেন, আমার ক্যারিয়ার প্রতিষ্ঠা পাবে। কিন্তু দিন যায়, বছর যায় সিনেমা আর রিলিজ হয় না। আদৌ সিনেমাটা রিলিজ হবে কি না সেটা নিয়ে আমি ডিপ্রেশনে ভুগছি। এখন ইফতেখার চৌধুরী আমাকে চাপ দিচ্ছে, সিনেমার স্পনসর ম্যানেজ করতে বলছে। এখনো নাকি ৩৫ লাখ টাকা লাগবে। কিন্তু আমি কোথায় পাব স্পন্সর!’

রাজ রিপা আরও বলেন, ‘আমি এই সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে খুব হতাশ। এ কারণে সিনেমা ছেড়ে দেব। অনেক আশা নিয়ে ইফতেখার চৌধুরীকে বিশ্বাস করে সিনেমাটা করতে চেয়েছিলাম। কিন্তু উনি বেইমানি করেছেন। তার ওপর ঘৃণা ধরে গেছে।’

যদিও তিনি নিজেই মুক্তি সিনেমায় লগ্নি করেছেন কি না, এ বিষয়ে কিছু খোলাসা করেননি রাজ রিপা। সংবাদ সম্মেলন করে বিষয়টি নিয়ে বিস্তারিত জানাবেন বলে জানিয়েছেন। অন্যদিকে, মুক্তি সিনেমা ঘিরে রাজ রিপার এসব অভিযোগের বিষয়ে ইফতেখার চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি সাড়া দেননি।

জে.এস/

রাজ রিপা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250