মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
১লা আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বিকেলের আড্ডায় বাড়িতেই হোক ফুচকার আয়োজন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৪ অপরাহ্ন, ১৭ই আগস্ট ২০২৪

#

ছবি : সংগৃহীত

বিকেলে বা সন্ধ্যায় অনেকেরই ফুচকা খেতে ইচ্ছে করে। আর তখনই সন্ধান করতে হয় ফুচকার দোকান। কিন্তু অনেক সময় বাহিরে গিয়ে ফুচকা খাওয়া সম্ভব হয়ে উঠে না সকলের। ঠিক তখনই বাড়িতেই করতে পারেন ফুচকার আয়োজন। রইলো রেসিপি-

দইয়ের মিশ্রণ

উপকরণ : গুঁড়া দুধ ১ কাপ, জিরা গুঁড়া ২ চা-চামচ, মিষ্টি দই আধা কেজি, বিট লবণ ১ চা-চামচ।

প্রণালি : ওপরের সব উপকরণ একসঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে দইয়ের মিশ্রণ।

তেঁতুলের সস

উপকরণ : তেঁতুলের মাড় ২ কাপ, জিরা গুঁড়া ২ চা-চামচ, চিনি ২ কাপ, ভাজা মরিচ গুঁড়া ২ চা-চামচ, বিট লবণ ১ চা-চামচ, লবণ ১ চা-চামচ।

প্রণালি : ওপরের সব উপকরণ একসঙ্গে জ্বাল দিয়ে ঘন করে নিলেই সস্ তৈরি হয়ে যাবে।

আরো পড়ুন : পাকা আমের মালপোয়া পিঠার রেসিপি

আলু মাখা

উপকরণ : আলু সেদ্ধ কিউব কাট আধা কেজি, তেল সিকি কাপ, মরিচ গুঁড়া ১ চা-চামচ, আস্ত জিরা আধা চা-চামচ, গুড় সিকি কাপ, ধনে গুঁড়া আধা চা-চামচ, তেঁতুলের মাড় ২ টেবিল চামচ, বিট লবণ আধা চা-চামচ, লবণ আধা চা-চামচ।

প্রণালি : পাত্রে তেল দিয়ে জিরার ফোড়ন দিয়ে মরিচ, ধনে গুঁড়া, তেঁতুলের মাড়, বিট লবণ ও গুড় দিয়ে কষাতে হবে। একটু পর আলু কিউব দিয়ে নেড়ে লবণ চেখে নামাতে হবে।

ফুচকা

উপকরণ : ময়দা দেড় কাপ, আলুমাখনা ৪ চা-চামচ, পানি পরিমাণমতো, সুজি আধা কাপ, লবণ দেড় চা-চামচ, তেল (ভাজার জন্য) প্রয়োজনমতো।

প্রণালি: ওপরের সব উপকরণ একসঙ্গে দিয়ে মাখিয়ে রুটি বানানোর মতো ডো বানাতে হবে। এবার রুটি বানিয়ে ফুচকা বানাতে হবে।

পরিবেশন

ভাজা ফুচকার মধ্যে আলুর পুর ভরে দই দিয়ে চুবিয়ে তেঁতুলের সসের লেয়ার দিয়ে ওপরে চানাচুর, কাঁচা মরিচ ও ধনেপাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

এস/কেবি

ফুচকা

খবরটি শেয়ার করুন