শনিবার, ২১শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৭ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** লাইসেন্স ও ট্যাক্সের আওতায় আসছে ব্যাটারিচালিত রিকশা *** মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ, সূর্যের দেখা মিলবে যেদিন *** বছরের দীর্ঘতম রাত আজ, সবচেয়ে ছোট দিন আগামীকাল *** পদ্মা সেতু হয়ে ঢাকা-খুলনা রুটে ট্রেনের ভাড়া ও সময়সূচি *** মূল্যস্ফীতি প্রকাশে কারচুপি নেই, তাই বেশি দেখাচ্ছে : অর্থ উপদেষ্টা *** জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের প্রাথমিক তালিকা প্রকাশ *** চাঁদাবাজদের তালিকা হচ্ছে, ২-৩ দিনের মধ্যে অভিযান : ডিএমপি কমিশনার *** মাদকবিরোধী অভিযানে রাজধানীতে গ্রেফতার ২২ *** ঐশ্বরিয়া কন্যার নাচে মুগ্ধ অমিতাভ, মন ছুঁয়ে গেছে ভিডিওটি *** উপকূলীয় এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বেড়েছে শীতের তীব্রতা

মজাদার ইলিশ বিরিয়ানির রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪৭ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

ইলিশ মাছের যে কোনো পদই মজাদার হয়। তবে ইলিশ দিয়ে যদি বিশেষ কোনো পদ রাঁধতে চান তাহলে সেরা বিকল্প হতে পারে ইলিশের বিরিয়ানি। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এই পদ।

ঘরোয়া আয়োজন থেকে শুরু করে অতিথি আপ্যায়নে ছুটির দিনের সেরা রেসিপি হতে পারে এই বিরিয়ানি। রইলো ইলিশ বিরিয়ানির রেসিপি-

উপকরণ-

১. পোলাওয়ের চাল ৪০০ গ্রাম

২. ইলিশ মাছ ৬ টুকরা

৩. পানি ঝারানো টক-মিষ্টি দই আধা কাপ

৪. আদা বাটা আধা চা চামচ

৫. মরিচ গুঁড়া আধা চা চামচ

৬. পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ

৭. বিরিয়ানির মসলা ১ টেবিল চামচ

৮. আস্ত এলাচ ৪টি

৯. দারুচিনি ৩ টুকরা

১০. তেজপাতা ২টি

১১. লবঙ্গ ৩টি

১২. লবণ স্বাদমতো

১৩. তেল বা ঘি ১ কাপ

১৪. কাঁচা মরিচ ৪/৫টি

১৫. আলু বোখারা ৪টি

১৬. লেবুর রস ১ টেবিল চামচ ও

১৭. কিশমিশ ১ টেবিল চামচ।

আরো পড়ুন : মসুর ডাল যেভাবে রাঁধলে পাবেন নতুন স্বাদ

পদ্ধতি-

প্রথমে চাল ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর ফুটন্ত গরম পানিতে লবণ দিয়ে চাল আধাসেদ্ধ করে নিন। তারপর ভাতের মাড় ঝরিয়ে আলাদা পাত্রে রাখুন।

এদিকে মাঝারি আকারের টুকরা করে মাছ কেটে পরিষ্কার করে নিন। এরপর পানি ঝরিয়ে নিতে হবে। এবার অর্ধেক তেল ও ঘিয়ের সঙ্গে সব উপকরণ মিশিয়ে নিন মাছের সঙ্গে।

অন্তত ১০ মিনিট মেরিনেট করে রাখুন মাছগুলো। একটি প্যানে ম্যারিনেট করা মাছ অল্প আঁচে ১০ মিনিট কষিয়ে নিতে হবে।

একটি পাতিলের মধ্যে পোলাও চালের ভাত দিয়ে তার উপরে সাজিয়ে দিন মাছগুলো। উপরে আলু বোখারা ও কাঁচা মরিচ দিয়ে দিন। ভাতের উপর আরও ছড়িয়ে দিন কিশমিশ, বাকি তেল ও ঘি।

সবশেষে আলাদা করে রাখা ভাতের মাড় উপরে ঢেলে দিন। খেয়াল রাখতে হবে যেন মাড় ভাতের নিচে থাকে। অন্যদিকে সামান্য আটা মেখে পাতিলের ঢাকনা ভালোভাবে বন্ধ করে দিন।

চুলার আঁচ বাড়িয়ে ৫ মিনিট রান্না করতে হবে। এরপর চুলায় তাওয়া বসিয়ে মুখবন্ধ হাঁড়িটি তাওয়ার উপর কম আঁচে আরও আধা ঘণ্টা দমে বসিয়ে রান্না করুন। রান্না হয়ে গেলে বড় পাত্রে পরিবেশন করুন ইলিশ বিরিয়ানি।

এস/কেবি

ইলিশ বিরিয়ানি ইলিশ রেসিপি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন