শনিবার, ২১শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৭ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মেছো বিড়াল হত্যার অপরাধে ঝিনাইদহে একজন গ্রেফতার *** ‘জনশক্তি’ নিয়ে কোনো আলোচনা হয়নি : জাতীয় নাগরিক কমিটি *** চাঁদাবাজি বন্ধ হয়নি, শুধু চাঁদাবাজের পরিবর্তন হয়েছে : হাসনাত *** লাইসেন্স ও ট্যাক্সের আওতায় আসছে ব্যাটারিচালিত রিকশা *** মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ, সূর্যের দেখা মিলবে যেদিন *** বছরের দীর্ঘতম রাত আজ, সবচেয়ে ছোট দিন আগামীকাল *** পদ্মা সেতু হয়ে ঢাকা-খুলনা রুটে ট্রেনের ভাড়া ও সময়সূচি *** মূল্যস্ফীতি প্রকাশে কারচুপি নেই, তাই বেশি দেখাচ্ছে : অর্থ উপদেষ্টা *** জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের প্রাথমিক তালিকা প্রকাশ *** চাঁদাবাজদের তালিকা হচ্ছে, ২-৩ দিনের মধ্যে অভিযান : ডিএমপি কমিশনার

ঐশ্বরিয়া কন্যার নাচে মুগ্ধ অমিতাভ, মন ছুঁয়ে গেছে ভিডিওটি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৬ অপরাহ্ন, ২১শে ডিসেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

সারা বছরজুড়েই বেশ আলোচনার মধ্যে ছিলেন অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন। কারণ, তাদের দাম্পত্য জীবন নিয়ে যেন চর্চার শেষ ছিল না অনুরাগীদের মাঝে। 

এবার তাদের বিচ্ছেদ জল্পনা মৃদু করতে অন্যতম ভূমিকা রাখল তাদের একমাত্র কন্যা আরাধ্যা রাই বচ্চন। সদ্য আরাধ্যার ধীরুভাই আম্বানি স্কুলের বার্ষিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বি-টাউনের নামী তারকা ও তাদের সন্তানরা। সেখানে একসঙ্গে দেখা গেছে ঐশ্বরিয়া-অভিষেক দুজনকেই। সঙ্গে ছিলেন শাহেনশাহ অমিতাভ বচ্চনও। শুধু তাই নয়, বলিউড কিং শাহরুখ খান ও তার ছোট ছেলে আব্রামও ছিল সেখানে।

সম্প্রতি একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে ঐশ্বরিয়া ও অভিষেককে একসঙ্গে নাচতে দেখে ভক্তরা আনন্দে আত্মহারা। ভিডিওতে আরাধ্যাকেও দেখা গেছে মঞ্চে দাঁড়িয়ে তার বন্ধুদের সঙ্গে নাচ করতে। শাহরুখের ছেলে আব্রামও ছিল সেই দলে।

ভিডিওটি রীতিমতো ভক্তদের মন ছুঁয়ে দেয়। অনেকেই মনে করছেন মেয়ে আরাধ্যাই ঐশ্বরিয়াকে ও অভিষেকের সম্পর্ককে আবারও চাঙ্গা করে তুলেছে।

আরও পড়ুন: বিয়ের জন্য যেমন পাত্র খুঁজছেন ফারিয়া

অন্যান্য তারকাদের সঙ্গে তাদের দু’জনকে শাহরুখ খানের ‘দিওয়াঙ্গি দিওয়াঙ্গি’ গানে নাচতেও দেখা গেছে। শুধু তারাই নয়, সঙ্গে ছিলেন শাহরুখও। ছাত্র-ছাত্রীদের সঙ্গে জমিয়ে নাচলেন নায়ক। উল্লেখ্য, শাহরুখের ছোট ছেলে আব্রামও ধীরুভাই আম্বানি স্কুলে পড়াশোনা করছে। 

ঐশ্বরিয়া ও অভিষেকের পাশাপাশি শাহরুখকেও বাচ্চাদের নাচে উৎসাহ দিতে দেখা গেছে। এছাড়াও সাইফ আলি খান, কারিনা কাপুর খান, জেনেলিয়া এবং রীতেশ দেশমুখ, গৌরী এবং সুহানা খানও ধীরুভাই আম্বানি স্কুলের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।

এসি/ আই.কে.জে/

অমিতাভ বচ্চন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন