শনিবার, ৩০শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ঢামেকে এক ঘণ্টা অবরুদ্ধ আসিফ নজরুল, বেরোলেন বাগান গেট দিয়ে *** কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য *** আসিফ নজরুলকে 'ভণ্ডামি বাদ দিতে' বললেন হাসনাত আবদুল্লাহ *** অনলাইনে মিথ্যা তথ্য দিয়ে পণ্য বিক্রি করলে জেল ও জরিমানা *** মুরগি খাওয়া রোধে পাতা ফাঁদে ধরা পড়ল মেছো বাঘ *** আর্জেন্টিনার হয়ে মেসির সময় তাহলে ফুরিয়ে এল *** লতিফ সিদ্দিকী যা বললেন আদালতে *** ভারতে ইসলাম থাকবে, মানিয়ে নিতে শিখুন: আরএসএস প্রধান *** আটকের ১২ ঘণ্টা পর মামলা লতিফ সিদ্দিকী, শিক্ষক কার্জনসহ ১৬ জন কারাগারে *** নির্বাচনী কর্মকর্তাদের জুতার মালা ও জেলের কথা মনে করিয়ে দিলেন ইসি

অধ্যক্ষের প্যাডে ছাত্রের প্রেমপত্র!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩৮ অপরাহ্ন, ২৭শে ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

অধ্যক্ষের প্যাড, স্ট্যাম্প, সই পর্যন্ত ব্যবহার করেছে এক ছাত্র। কিন্তু কী জন্য জানেন? কলেজ ছাত্রীকে প্রেম নিবেদনে। শুনতে অবাক লাগলেও এমনটাই ঘটেছে পূর্ব বর্ধমানের গুসকরা কলেজে। 

সেই চিঠি প্রকাশ্যে আসায় হইচই পড়ে গেছে কলেজ ক্যাম্পাসে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে চিঠি। ঘটনা প্রকাশ্যে আসায় ক্ষুব্ধ অধ্যক্ষ পুলিশের দ্বারস্থ হচ্ছেন।

আরো পড়ুন: কেউ গোপনে আপনার প্রেমে পড়লে যেভাবে বুঝবেন

চিঠির বয়ান অনুযায়ী, পঞ্চম সেমিস্টারের এক ছাত্রীর প্রেমে পড়েছে ওই কলেজের সাবেক ছাত্র। ছাত্রী তাকে পাত্তা না দেওয়ায় ওই ছাত্রের পড়াশোনায় মন বসছে না। চিঠিতে ছাত্রীর কাছে আর্জি জানানো হয়েছে, কিছু একটা করার জন্য। যাতে ছাত্রটি ঠিক মতো পড়াশোনা করতে পারেন। 

কলেজের প্যাডের ওপরে লেখা, ‘বিশেষ বিজ্ঞপ্তি/ আবেদন।’ তারপর লেখা, ‘গুসকরা মহাবিদ্যালয়ে পাঠরত পঞ্চম সিমেস্টারের ছাত্রীকে জানানো যাচ্ছে যে, কিছুদিন ধরে আমাদের মহাবিদ্যালয়ের সাবেক এক ছাত্র আপনার প্রেমে পড়েছে। কিন্তু আপনি কোনো সদুত্তর না দেওয়ার ফলে তিনি পড়াশোনায় মনোযোগ দিতে পারছেন না।’

ছাত্রীর উদ্দেশ্যে চিঠিতে লেখা হয়েছে, ‘আপনার কাছে একান্ত অনুরোধ, আপনি কিছু একটা করুন, যাতে আমাদের ছাত্রের ভবিষ্যতে কোনো সমস্যা না হয় এবং ঠিক করে পড়াশোনা করতে পারে।’ 

অন্যদিকে এখন প্রশ্ন, ওই ছাত্র কীভাবে অধ্যক্ষের প্যাড বা স্ট্যাম্প ব্যবহার করতে পারল? সে বিষয়ে জবাব দিতে হবে কলেজকে। কেউ বলছেন খুবই ন্যক্কারজনক ঘটনা। যদিও মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সুদীপ চট্টোপাধ্যায় বলেন, ‘বিষয়টি শুনেছি। পুলিশের কাছে জানিয়েছি। পুলিশ তদন্ত করুক।’

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অধ্যক্ষের পক্ষ থেকে দেওয়া পুরোনো কোনো নোটিশকে সুকৌশলে স্ক্যান করে তারপর তা ব্যবহার করা হয়েছে। তবে ঘটনার নেপথ্যে কে বা কারা আছে সেটা এখনো জানা যায়নি।

এই ঘটনায় মজা পেয়েছেন অনেকে। কারণ প্রেম নিবেদনের এটি একটি অভিনব পন্থা। ছাত্রী অবশ্য এ নিয়ে কোনো কথা বলতেই চাইছেন না।

সূত্র : হিন্দুস্থান টাইমস

এইচআ/ আই.কে.জে


প্রেমপত্র অধ্যক্ষ পূর্ব বর্ধমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন