সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

অনলাইনে ‘যৌন উত্তেজক’ চা-কফি বিক্রি, গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৫৭ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৩

#

সামাজিক যোগাযোগ মাধ্যম ও ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে যৌন উত্তেজক ভেজাল চা ও কফি সহ বিভিন্ন পণ্য বিক্রির অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরা বিভাগ।

গ্রেপ্তারকৃতরা হলো- রাতুল ইসলাম (২৩), রাকিবুল ইসলাম ওরফে রায়হান (২৫),আরাফাত হোসেন সাব্বির (২৬) ও আল-আমিন ইসলাম (২৫)।

সোমবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর মোহাম্মদপুরের শিয়া মসজিদ ও হাজারীবাগ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৯০০ প্যাকেট ভেজাল কফি, ২০ কেজি ভেজাল কফির গুড়া, ২০ কেজি ভেজাল চায়ের গুড়া, বিপুল পরিমাণ স্টিকার ও একটি ল্যাপটপ এবং বিপুল পরিমাণ দেশি বিদেশি বিভিন্ন কোম্পানির নামের প্যাকেটজাত করা চা-কফি উদ্ধার করা যায়। যার আনুমানিক বাজার মূল্য ১১ লাখ টাকা।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি)  অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ এ তথ্য জানান।

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবির উত্তরা বিভাগ জানতে পারে একটি চক্র দীর্ঘদিন ধরে ওয়েবসাইট খুলে বিভিন্ন যৌন উত্তেজক পণ্য বিক্রির বিজ্ঞাপন দিত।

তারা উত্তেজক স্প্রে, ভেজাল যৌন উত্তেজক মিশ্রিত কফি ও চা বিক্রি ও সরবরাহ করে আসছিলো। পরবর্তীতে রাজধানীর মোহাম্মদপুর থানার শিয়া মসজিদ ও হাজারীবাগ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল পণ্যসহ চক্রের চারজনকে গ্রেপ্তার করা হয়।

হারুন অর রশিদ আরও বলেন,  চক্রটি অনলাইনে যে পণ্যগুলো বিক্রি করত সেগুলোতে যৌন উত্তেজক ঔষধ নিজেরাই মিশাত। এরপর প্যাকেটকরে কোরিয়ান প্রোডাক্ট হিসেবে ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে অনলাইনে অর্ডার নিত। পরবর্তীতে বিভিন্ন মাধ্যমে ক্রেতাদের হাতে পৌঁছে দিত।

বিদেশি নাম দেয়া এ সকল সাধারণ কফি/চা  বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে আসছিল। সাধারণ মানুষ যৌনশক্তিবর্ধক পানীয় হিসেবে এসব নিম্নমানের কফি/চা পান করে নানা রোগে আক্রান্ত হচ্ছে। এই ঘটনায় হাজারীবাগ থানায় একটি মামলা করা হয়েছে।

ওআ/

চা-কফি

খবরটি শেয়ার করুন