বুধবার, ১৭ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এস আলমকে নিয়ে গভর্নর বললেন, ‘চোরের মায়ের বড় গলা’ *** গোলাম আযম জাতির 'শ্রেষ্ঠ সন্তান' হলে বীর মুক্তিযোদ্ধাদের অবস্থান কোথায়—প্রশ্ন মির্জা আব্বাসের *** শুরু থেকেই ভারতের সঙ্গে সম্পর্কে ‘টানাপোড়েন আছে’— এটা বাস্তবতা: পররাষ্ট্র উপদেষ্টা *** ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড *** অপারেটর করলেন ভুল, ক্যারি করলেন সেঞ্চুরি *** উত্তর-পূর্ব ভারতকে বিচ্ছিন্ন করার বাংলাদেশি হুমকি সহ্য করা হবে না: আসামের মুখ্যমন্ত্রী *** আমাদের ‘নসিহত’ করা হয়েছে, নির্বাচন নিয়ে উপদেশ চাই না: তৌহিদ হোসেন *** ভারতে নারীর নিকাব বিতর্ক: মুখ্যমন্ত্রী ও মন্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ *** বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে কী বলল ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় *** হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বরপ্লেট উদ্ধার

অভিষেকেই দুর্দান্ত গোলে ইন্টার মায়ামিকে জেতালেন মেসি

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৬ অপরাহ্ন, ২২শে জুলাই ২০২৩

#

মেসির অভিষেক - ছবি: সংগৃহীত

ম্যাচের ৯৪ মিনিট। সবাই তখন প্রস্তুতি নিচ্ছিলেন মাঠ ছাড়ার। গোল না পেলেও যুক্তরাষ্ট্রের ফুটবলে মেসির অভিষেক দেখার স্বাদ তো মিটেছে। কিন্তু তিনি যে মেসি! এত আয়োজনের যোগ্য উপহার দেবেন না, তা কি হয় নাকি! তাই হয়তো জাদু জমিয়ে রেখেছিলেন শেষ মুহূর্তের জন্য। মেসি জ্বললেন, গোল করলেন ট্রেডমার্ক ফ্রি–কিকে। আর লিগস কাপে ক্রুজ আজুলের বিপক্ষে ইন্টার মায়ামিও পেল ২–১ গোলের দুর্দান্ত এক জয়। অভিষেকেই মেসি বুঝিয়ে দিলেন, কেন তিনি সেরাদের সেরা।

ইউরোপ ছেড়ে পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে, অপেক্ষার পালা শেষে ইন্টার মিয়ামির হয়ে অভিষেকটাও হয়ে গেলো বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির। আর নতুন ক্লাবে মানিয়ে নিতে যেন সময়ই লাগলো না মেসির। 


ইন্টার মায়ামির হয়ে অভিষেকেই আলো ছড়ালেন মেসি -- ছবি: সংগৃহীত

মেসির অভিষেক উপলক্ষ্যে এই ম্যাচে মিয়ামির সমর্থকদের মধ্যে ছিল বাড়তি উত্তেজনা। মেসিকে অবশ্য শুরুর একাদশে না দেখে অনেকেই হতাশ হতে পারেন। তবে মেসি পরে বদলি হিসেবে মাঠে নেমে ভক্ত-সমর্থকদের আস্থার প্রতিদান দিয়েছেন ঠিকই। নিজে গোল করে ৬ ম্যাচ পর দলকে জয়ের মুখ দেখিয়েছেন মেসি। এই ম্যাচে মেসির সঙ্গে আরও অভিষেক হয়েছে তারই সাবেক বার্সা সতীর্থ সার্জিও বুসকেটসেরও।  

বেঞ্জামিন ক্রেমাশ্চির বদলি হিসেবে মেসি যখন মাঠে নামনে তখন ১-০ গোলে এগিয়েই ছিলো মিয়ামি। কিছুক্ষণ পরই সমতায় ফেরে মেক্সিকান ক্লাব ক্রুজ আজুল। সমতায় শেষ হতে যাওয়া ম্যাচে মিয়ামিকে জয়ের মুখ দেখান মেসি। ম্যাচের ইনজুরি সময়ে এসে ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক ফ্রি কিকে দলকে জয়সূচক গোল এনে দেন মেসি। 

ড্রাইভ পিংক স্টেডিয়ামে শনিবার (২২ জুলাই) মেসিকে শুরুর একাদশে রাখেনি ইন্টার মিয়ামি। মাঠে নেমে গোলের দেখা পাচ্ছিলো না কোনো দলই। প্রথমার্ধের শেষ দিকে এসে গোলের দেখা পায় মিয়ামিউ। রবি রবিনসনের অ্যাসিস্ট থেকে রবার্ট টেইলরের গোলে লিড নেয় মিয়ামি।


মাঠের মেসির ছবি তুলে রাখছেন লেব্রন জেমস এবং সেরেনা উইলিয়ামস! দর্শকসারিতে ছিলেন কিম কার্দাশিয়ানও  - ছবি: সংগৃহীত

দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে আসে সেই মাহেন্দ্রক্ষণ। বদলি হিসেবে মিয়ামির জার্সিতে প্রথমবারের মতো মাঠে নামেন মেসি। তপবে মেসি নামার মিনিট দশেক পরই গোল খেয়ে বসে মিয়ামি।  ১-১ গোলে সমতায় ফেরে আজুল। 

আরো পড়ুন: টিভিতে দেখুন আজকের খেলা (২২ জুলাই ২০২৩)

তবে মাঠে একজন মেসি আছেন বলেই তখনও ভরসা ছিলো মিয়ামি সমর্থকদের। সেই ভরসার কি দারুণ প্রতিদানই দিলেন মেসি। অতিরিক্ত সময়ে ডি বক্সের একটু বাইরে ফ্রি কিক পায় মিয়ামি। সেই ফ্রি কিক থেকে নিজের জাদুকরী বাঁ পায়ের ট্রেডমার্ক শটে আজুলের জালে বল জড়িয়ে ড্রাইভ পিংক স্টেডিয়ামকে উল্লাসে মাতান মেসি। অভিষেক ম্যাচ মাঠে নেমেই ইনজুরি টাইমে গোল করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন মেসি, এর চেয়ে স্মরণীয় অভিষেক হয়তো হতে পারতো না বিশ্বকাপজয়ী এই তারকার জন্য। 

এম/


লিওনেল মেসি অভিষেক ইন্টার মায়ামি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250